Chest pain or heart disease: হঠাৎ করেই বুকে ব্যথা হচ্ছে। অনেকেই একে অ্যাসিডের ব্যথা বলে অবজ্ঞা করেন। কীভাবে বুঝবেন বুকে ব্যথাটা সাধারণ না গুরুতর? জেনে নিন কয়েকটি লক্ষণ।
1/6হঠাৎ করেই বুকে ব্যথা হচ্ছে। অনেকেই একে অ্যাসিডের ব্যথা বলে অবজ্ঞা করেন। গুরুতর কোনও রোগ বাসা বাঁধছে কিনা তাই বা কে জানে! কীভাবে বুঝবেন বুকে ব্যথাটা সাধারণ না গুরুতর? জেনে নিন কয়েকটি লক্ষণ। (Unsplash)
2/6বুকে চাপ চাপ ব্যথা হচ্ছে? বুকের এক পাশ বা গোটা বুক জুড়েই ব্যথা হচ্ছে? এই ব্যথা কিন্তু হৃদরোগের লক্ষণ। ব্যথাটি অনেক সময় বাম হাত, গলা ও চোয়ালের নিচেও হয়। এই ব্যথাকে সাধারণ গ্যাসের ব্যথা ভেবে এড়িয়ে গেলে ভুল করবেন। (Unsplash)
3/6পেটের উপর দিকে ব্যথা হচ্ছে? বিশেষজ্ঞদের কথায়, হৃদরোগের ব্যথা অনেক সময় পেটের উপরের দিকে হয়।সাধারণত বাম দিকে হৃৎপিন্ডের নিচ বরাবর ব্যথা অনুভূত হয়। (Unsplash)
4/6নিশ্বাস বন্ধ হয়ে আসছে? শ্বাস নিতে একটু অসুবিধা হচ্ছে। ঠিকমতো শ্বাস নিতে পারছেন না। শ্বাসের সমস্যার এই লক্ষণ হৃদরোগের সমস্যা হতে পারে। (Unsplash)
5/6ঘাম হচ্ছে, বুক ধড়ফড় করছে। হৃদরোগের অন্যতম বড় লক্ষণ হল এই দুটি। এই লক্ষণগুলিকে গরম লাগা বা গ্যাসের চাপ চাপ ব্যথা ভেবে ভুল করবেন না। (Unsplash)
6/6উপরের লক্ষণগুলি দেখা গেলে কী করবেন ভাবছেন তো? দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়াই এই সময় সবচেয়ে কার্যকরী উপায়। লক্ষণগুলি অবহেলা করে বাড়ি বসে থাকলে বিপদ আরও বাড়বে। (Unsplash)