আমেরিকায় কোনও বিপদে পড়লে সাহায্যের জন্য ৯১১ নম্বরে ফোন করলে জরুরি পরিষেবা পাওয়া যায়। যত তাড়াতাড়ি সম্ভব আসে উদ্ধারকর্মী ও পুলিশ। কিন্তু এবার যা ঘটল তা বেশ অবাক করা। মায়ের বিরুদ্ধে এই নম্বরে ফোন করে পুলিশের কাছে নালিশ করল খুদে! জানেন মায়ের বিরুদ্ধে তার কী অভিযোগ?
চার বছরের শিশুর জরুরি পরিষেবা পাওয়ার নম্বরে ফোন করছে এই ঘটনা বেশ অবাক করা। সাধারণত এই ঘটনা খুব একটা ঘটতে দেখা যায় না। তবে সেই ঘটনাই এবার ঘটল। ৯১১ নম্বরে ফোন করে মায়ের বিরুদ্ধে অভিযোগ করল খুদে। আর তার সেই অভিযোগ শুনে রীতিমতো অবাক পুলিশরা। জানেন কী অভিযোগ করে সে।
আরও পড়ুন: ২০২৫র দোলে বাড়ির পুজোর জন্য নিজের হাতে কদমা বানিয়ে সকলকে তাক লাগিয়ে দিন! রইল রেসিপি
ওই শিশুর জানায় যে তার মা নাকি তাকে না দিয়েই আইসক্রিম খেয়ে ফেলেছেন! মার্কিন সংবাদমাধ্যম ইউপিআই জানায়, এই ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে।
ওই খুদের ফোন মাউন্ট প্লেজেন্ট পুলিশ বিভাগের দায়িত্বরত এক পুলিশ ধরে। ফোন ধরার পরই শিশুটি বলে, ‘মা খুব আচরণ করেছে, ওঁকে ধরে নিয়ে যান।’
আরও পড়ুন: তুরস্ক থেকে ভারতীয়দের হেঁশেলে কীভাবে এল হোলির 'গুজিয়া'? দেখে নিন
প্রথম দিকে তো পুলিশ বেশ অবাক হন। কিছুই বুঝে উঠতে পারেন না যে শিশুটি হঠাৎ মায়ের বিষয়ে এই কথা কেন বলছে। তারপর তাঁর থেকে জানতে চাওয়া সে ফের বলে যে, ‘মা অন্যায় করেছেন, এ জন্য পুলিশ এসে মাকে ধরে নিয়ে যাক।’ ফলে তখনও সবটা পরিষ্কার হয় না। এরপর শেষে শিশুটির মায়ের সঙ্গে কথা বলেন ওই পুলিশ জানতে পারেন যে তার মা তাকে না দিয়ে আইসক্রিম খেয়েছেন। আর এতেই রেগে লাল খুদে। আর তারপরই সে পুলিশকে ফোন করে।
তবে ছোট হলেও সে ফেলনা নয়। তাই তার দাবি রাখতে দুই মহিলা পুলিশ তাদের বাড়িতে যায়। তবে ততক্ষণে মাকে পুলিশে ধরিয়ে দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসে সে। তবে এখানেই শেষ নয়। পুলিশরা তার জন্য আইসক্রিমও কিনে আনেন। আইসক্রিম পেয়ে খুশি হয়ে পুলিশদের সঙ্গে ছবিও তোলে শিশুটি। ভিলেজ অব মাউন্ট প্লেজেন্ট পুলিশ বিভাগ ফেসবুক পোস্টে মজার এই ঘটনাটি শেয়ার করেছেন।