দিনের বেলা টিভি খুললেই বার্গার, মাফিনের মতো লোভনীয় সমস্ত খাবারের বিজ্ঞাপন। দেখলেই খেতে ইচ্ছে করে ছোটদের। বায়নার জেরে, বাবা মায়েরাও বাধ্য হন, তাদের এই লোভনীয় অথচ অস্বাস্থ্যকর খাবার খাওয়াতে। এর দরুণ, দিনে দিনে চাইল্ড ওবেসিটি অর্থাৎ শিশুদের মধ্যে অপ্রয়োজনীয় মেদের সমস্যা বাড়ছে। কম বয়সেই ওজন বাড়ছে। অসুস্থতার হুমকি বাড়ছে। এমন পরিস্থিতিতে ছোটদের স্বাস্থ্যের দিকে তাকিয়ে বড় পদক্ষেপ করল ব্রিটেন।
দিনের বেলা টিভিতে গ্রানোলা, মাফিন এবং অন্যান্য জাঙ্ক ফুডের মতো চিনিযুক্ত খাবারের বিজ্ঞাপন বন্ধ করার পরিকল্পনা করেছে ব্রিটিশ সরকার। এই নিয়মটি শৈশবকালের স্থূলতার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করার জন্য ২০২৫ সালের অক্টোবর মাস থেকে কার্যকর করা হবে। আর সরকার যে খাবারগুলিকে 'কম স্বাস্থ্যকর' বলে মনে করে তার মধ্যে রয়েছে ফাস্ট ফুড, চিনিযুক্ত পানীয়, পেস্ট্রি, বিভিন্ন রকমের এনার্জি বার এবং মিষ্টি দইও।
আরও পড়ুন: (Parenting Tips: রোগা শিশুর খাদ্যতালিকায় এই ৫টি জিনিস রাখুন, পেশি বৃদ্ধি পাবে এবং বুদ্ধিও বাড়বে)
ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) একটি রিপোর্ট দেখায় যে ব্রিটেনে শৈশবকালীন স্থূলতা বা চাইল্ড ওবেসিটি বাড়ছে। প্রায় ১০ জনের মধ্যে এক জন শিশু (৯.২ শতাংশ) স্থূলতার কোপে পড়ছে এবং প্রায় ২৩.৭ শতাংশ পাঁচ বছর বয়সী শিশুর দাঁত ক্ষয় হয়ে যাচ্ছে, কারণ তারা খুব বেশি চিনি খেয়ে ফেলছে।
এ প্রসঙ্গে, স্বাস্থ্য সচিব ওয়েস স্ট্রিটিং বলেছেন, এই নতুন নীতি যুক্তরাজ্যে স্বাস্থ্যসেবা পরিবর্তনের প্রথম পদক্ষেপ। লক্ষ্য হল শুধুমাত্র স্বাস্থ্য সমস্যাগুলির চিকিৎসা না করে প্রতিরোধের দিকে আরও বেশি মনোযোগ দেওয়া এবং প্রতিটি শিশুকে সুস্থ ও সুখী ভাবে জীবন শুরু করতে সাহায্য করা।
আরও পড়ুন: (Health Tips: বেশি ফুটিয়ে চা পান করেন? অজান্তেই ডেকে আনছেন নানা ধরনের রোগ)
ঠিক কী কী খাবার খাওয়া ক্ষতিকর বলে মনে করছে ব্রিটিশ সরকার
ব্রিটিশ সরকারের নিয়ম অনুযায়ী, দিনের বেলায় যে 'কম স্বাস্থ্যকর' খাবারগুলোর বিজ্ঞাপন দেওয়া যাবে না, সেগুলো হল - ক্রোসান্টস, প্যানকেকস, ওয়াফেলস এবং গ্র্যানোলা, মুয়েসলি এবং ইনস্ট্যান্ট পোরিজের মতো শর্করাজাতীয় খাবার। তালিকার অন্যান্য খাবারগুলি হল মিষ্টি দই, ফিজি ড্রিংকস, কিছু ফলের রস, এনার্জি ড্রিংকস এবং স্ন্যাকস যেমন মসুর ডাল, সিউইড ট্রিটস এবং বোম্বে মিক্স। হ্যামবার্গার এবং চিকেন নাগেটের মতো ঐতিহ্যবাহী ফাস্ট ফুডও এর মধ্যে রয়েছে। তবে, ন্যাচারাল পোরিজ ওটস এবং মিষ্টি ছাড়া দইয়ের মতো স্বাস্থ্যকর খাবারগুলো সরকারের এই বিধিনিষেধে অন্তর্ভুক্ত নয়।
প্রসঙ্গত, সরকার এই নতুন নিয়ম প্রণয়ন করে প্রতি বছর শৈশবকালীন স্থূলতার প্রায় ২০,০০০ কেস প্রতিরোধ করতে চায়। এ প্রসঙ্গে, স্বাস্থ্য সচিব ওয়েস স্ট্রিটিং বলেছেন এখন থেকেই এই বিষয়টিতে নজর দেওয়া দরকার। কারণ স্থূলতা শিশুদের স্বাস্থ্যকরভাবে জীবন শুরু করার সুযোগ কেড়ে নেয়, দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যার দিকে ঠেলে দেয়। এই কারণেই সরকার টিভি এবং অনলাইনে এই ধরনের জাঙ্ক ফুড বিজ্ঞাপন বন্ধ করার জন্য কাজ করছে বলে দাবি করেছেন তিনি।
আরও পড়ুন: (রক্তচাপ থেকে চর্মরোগ সব কিছুতেই কাদা থেরাপি উপকারী, জেনে নিন এর বিস্ময়কর গুণ)
বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসন ২০২১ সালে রাত ৯টার আগে অস্বাস্থ্যকর খাবারের জন্য টিভি বিজ্ঞাপন নিষিদ্ধ করতে বলেছিলেন। তবে জীবনযাত্রার ব্যয়-সংকটের কারণে সবটা সামঞ্জস্য করার লক্ষ্যে খাদ্য ও পানীয় ইন্ডাস্ট্রিকে আরও সময় দিতে নিষেধাজ্ঞাটি কার্যকর করার সময়সীমা ২০২৫ সাল পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছিল।
উল্লেখ্য, সরকার বিশ্বাস করে যে এই আইনটি প্রতি বছর শিশুদের খাদ্য থেকে ৭.২ বিলিয়ন ক্যালোরি কমাতে সাহায্য করবে, যা ব্রিটেনে স্থূলতার হার কমাতে একটি বড় ভূমিকা পালন করবে।