শিশু দিবস প্রতি বছর উদযাপন করা হয় ১৪ নভেম্বর। যদিও শিশুদের জন্য একটি নির্দিষ্ট দিন এভাবে বেঁধে দেওয়া যায় না। তবু রোজকার রুটিন ভেঙে এক দিন আলাদা রুটিন মানতে বেশ ভালো লাগে।
বছরের বাকি দিনগুলোর থেকে শিশু দিবস সম্পূর্ণ অন্যরকম। এই দিনটা শুধুই আপনার ছোট্ট খুদের। তাই তার মন ভালো রাখার জন্য এই দিন একটু অন্যরকম পরিকল্পনা দরকার।
শুধু খাওয়াদাওয়া বা বাইরে বেরিয়ে আসাই নয়, ঘরের আবহাওয়াও পাল্টে দেওয়া যেতে পারে কিছু অভিনব পরিকল্পনা করে। সকাল সকাল খুদের ঘর তার পছন্দের জিনিস দিয়ে সাজানো যেতে পারে। এছাড়াও তাকে দেওয়া যেতে পারে শুভেচ্ছাবার্তা লেখা রঙবেরঙের কার্ড। কার্ডের মাধ্যমে ছোট্ট অথচ সুন্দর বার্তা শিশুকে উদ্বুদ্ধ করে। তা ছাড়া এমন অনেক কথা থাকে, যা মুখে বলে ঠিক মতো বোঝানো যায় না। শুভেচ্ছাবার্তা সে কাজ সহজ করে দেয়। তাকেও রোজ পড়াশোনা, খেলা ও স্কুলের চাপ সামলাতে হয়। কার্ডের মাধ্যমে শুভেচ্ছাবার্তা দিলে সে উদ্বুদ্ধ হবে। নিজেকে বিশেষ একজন বলে অনুভব করবে।
এই প্রতিবেদনে থাকছে তেমনই কিছু শুভেচ্ছাবার্তা। খুদের পাশাপাশি এই শুভেচ্ছাবার্তা পাঠাতে পারেন আপনার পরিচিত অন্য শিশুদেরও।
তুমি আগামীদিনের আশা, আগামীকালের আলো। শিশু দিবসের সকালে তাই তোমায় একরাশ ভালোবাসা।
শিশুদের চোখেই রয়েছে দেশ গড়ার স্বপ্ন। তাই আজকের দিনে তোমার জন্য অনেক ভালোবাসা।
তোমরাই গড়ে দেবে আগামী দিনের সুন্দর পৃথিবী। শিশু দিবসে তোমার জন্য রইল অনেক শুভেচ্ছা।
একটি শিশু মানেই অনেকটা সম্ভাবনা, অনেকটা আলো। শিশু দিবসে তোমায় অনেক অনেক ভালোবাসা।
সূর্য ছাড়া যেমন পৃথিবী অন্ধকার, শিশু ছাড়া তেমনটাই সারা জগত। তোমার জন্য তাই শিশুদিবসের এত্তো শুভেচ্ছা।
শিশুর ছোট্ট ছোট্ট পায়ের পদক্ষেপই বড় বড় সিদ্ধান্ত নেবে একদিন। সেই ভবিষ্যতের জন্য রইল একরাশ শুভকামনা।
শিশুর ছোট্ট ছোট্ট হাতই একদিন তুলে নেবে বড় বড় দায়িত্ব। ছোট্ট খুদেকে তাই শিশু দিবসের অনেক ভালোবাসা।
শিশুর চোখেই ফুটে ওঠে জীবনের প্রকৃত আনন্দ। সেই খুদেকে আজকের দিনে অনেক শুভকামনা।
কঠিন সময়ের মধ্যেও একমাত্র শিশুর হাসিতেই মন আনন্দিত হয়। সেই মিষ্টি হাসি দিনদিন আরও সুন্দর হোক। শিশু দিবসে এমনটাই কামনা করি।