বাংলা নিউজ > টুকিটাকি > Children's Day Speech in Bengali: শিশু দিবসে স্কুলে বক্তৃতা দিতে বলবে না তো আবার? তাহলে খুদের জন্য রইল কিছু নমুনা
পরবর্তী খবর

Children's Day Speech in Bengali: শিশু দিবসে স্কুলে বক্তৃতা দিতে বলবে না তো আবার? তাহলে খুদের জন্য রইল কিছু নমুনা

দিনটি উৎসর্গ করা হয় দেশের শিশুদের জন্য (Freepik)

Children's Day Speech in Bengali: প্রতি বছর ১৪ নভেম্বর পালিত হয় শিশু দিবস। এই উপলক্ষে স্কুলের নানারকম অনুষ্ঠানের আয়োজন হয়। আপনার সন্তানের প্রস্তুতির জন্য রইল তেমনই একটি বক্তব্য।

প্রতি বছর ১৪ নভেম্বর পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিনটি শিশু দিবস হিসেবে পালিত হয়। দিনটি উৎসর্গ করা হয় দেশের শিশুদের জন্য।

শিশুদের প্রতি‌ নেহরুর অনুরাগ, ভালোবাসা এবং স্নেহ ছিল। ১৮৮৯ সালের ১৪ নভেম্বর এলাহাবাদে জন্মগ্রহণ করেন দেশের প্রথম প্রধানমন্ত্রী।

শিশু দিবসে স্কুলগুলোতে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা হয়। খেলাধুলা, বিতর্ক সেমিনার, সঙ্গীত,‌ নৃত্য, প্রবন্ধ, বক্তৃতা, চিত্রাঙ্কন ইত্যাদিতে মেতে থাকে ছোট ছোট বাচ্চারা। বিজয়ীদের বিভিন্ন পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়।

নেহরুর মতে, শিশু দিবস জাতির ভবিষ্যৎ নেতাদের মধ্যে গুণের বীজ বপনের দিন। সুশিক্ষা, ভালোবাসার মাধ্যমে এই বীজগুলো বেড়ে উঠবে, দেশের ভবিষ্যৎ উজ্জ্বল করবে।

এইদিন বিভিন্ন স্কুলেই বাচ্চারা শিশু দিবস নিয়ে নানা বক্তব্য পাঠ করে থাকে। তেমনই একটি বক্তব্যের নমুনা থাকল এই প্রতিবেদনে।

 

সম্মানিত অধ্যক্ষ, শিক্ষক এবং আমার প্রিয় বন্ধুরা। আপনাদের সকলকে শিশু দিবসের শুভেচ্ছা....

আজ আমরা সবাই ভারতের প্রথম প্রধানমন্ত্রী পন্ডিত জওহরলাল নেহরুর ১৩৩তম জন্মবার্ষিকী এবং শিশু দিবস উদযাপন উপলক্ষে এখানে জড়ো হয়েছি। শিশুদের প্রতি পন্ডিত জওহরলাল নেহরুর ছিল অগাধ স্নেহ। শিশুদেরই তিনি জাতির আসল শক্তি এবং সমাজের ভিত্তি হিসাবে বিবেচনা করতেন। এই কারণেই তাঁর জন্মদিন, ১৪ নভেম্বর সারা দেশে শিশু দিবস হিসাবে পালিত হয়। শিশুরাও তাঁকে আদর করে চাচা নেহরু বলে ডাকত।

এই দেশকে ব্রিটিশ মুক্ত করতে চাচা নেহরুর গুরুত্বপূর্ণ অবদান ছিল। তিনি একজন মহান মুক্তিযোদ্ধা ছিলেন। ১৯৪৭ সালে স্বাধীনতা লাভের পর তাঁর নেতৃত্বের যোগ্যতার পরিপ্রেক্ষিতে তাঁকে দেশের শাসনভার দেওয়া হয়। কঠিন পরিস্থিতিতে তিনি সফলভাবে দেশের হাল ধরেন এবং দেশকে উন্নতির দিকে এগিয়ে যান। আজ তাঁকে স্মরণ করে শ্রদ্ধা জানানোর দিন।

চাচা নেহরু বলতেন, আজকের শিশুরাই আগামীর ভারত গড়বে, আমরা যত ভালো করে শিশুদের যত্ন নেব, ততই উন্নত জাতি গড়ে উঠবে। তাই এই দিনে শিশুকল্যাণের কথা বলা প্রয়োজন। প্রকৃতপক্ষে, শিশু দিবস শুরু করার আসল উদ্দেশ্য ছিল শিশুদের চাহিদাকে স্বীকৃতি দেওয়া, তাদের অধিকার রক্ষা করা এবং তাদের শোষণ রোধ করা। এর উদ্দেশ্য ছিল যাতে শিশুরা ঠিকভাবে বড় ও প্রতিষ্ঠিত হতে পারে।

কিন্তু সত্যিটা হল আজও দেশে হাজার হাজার শিশু শিশুশ্রমের সঙ্গে জড়িত। তারা সঠিকভবে শিক্ষার অধিকার পাচ্ছে না। শিশুশ্রমের সমস্যা দেশের প্রতিটি রাজ্যেই রয়েছে। ছোট বাচ্চাদের কারখানা, দোকান, হোটেল ইত্যাদিতে শ্রমিকের মতো কাজ করানো হয়।

এই শিশু দিবসে আমাদের অঙ্গীকার করা হোক, আমরা যেন শিশু নির্যাতন ও শিশুশ্রম বন্ধ করার উদ্যোগ নিই। সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা দেওয়ার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করব। আমাদের এই অঙ্গীকারই পারে নেহরুর স্বপ্নের জাতি গড়ে তুলতে। এই কথা জানিয়ে আজ আমার বক্তব্য শেষ করছি।

আপনাদের সবাইকে আবারও শিশু দিবসের শুভেচ্ছা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।‌

Latest News

নারকো টেস্টে 'না', কাউকে কি বাঁচাচ্ছেন আরজি কর কাণ্ডে ধৃত সঞ্জয়? পিতৃপক্ষে ভুল করেও করবেন না এই ভুল, নচেৎ ভবিষ্যৎ প্রজন্মকে ভুগতে হবে এর ফল টিম ইন্ডিয়ার সঙ্গে যুক্ত হয়ে পছন্দের ভারতীয় খাবারের নাম বললেন মর্নি মর্কেল আগে কুণালকে গ্রেফতার করা উচিত ছিল, একযোগে সরব বাম - বিজেপি করম পুজো কী? কারা করেন এই পুজো? এর ইতিহাস এবং মাহাত্ম্য চমকে দেওয়ার মতোই গালওয়ান সহ ৪ জায়গা থেকে সরেছে সেনা, ডোভালের সঙ্গে বৈঠকের পর বড় দাবি চিনের ঋ-র কথার দাম নেই! ক্ষোভ উগরে অভিনেত্রীর বিরুদ্ধে তোপ দাগলেন রচনা-পুষ্পিতা ডাক্তারদের আন্দোলনের মাঝেই ফের মৃত্যু আরজি করে, এবার প্রাণ গেল ২৪-এর যুবকের মহিলা কর্মীদের শৌচালয়ে গোপন ক্যামেরা বসিয়েছিলেন চিকিৎসক! লালবাগচার দর্শনে গিয়ে হেনস্থার শিকার অভিনেত্রী সিমরন! বললেন, ‘ধাক্কা দিয়ে…’

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.