ব্যাগ ছাড়াই যেতে হবে স্কুলে। বছরে অন্তত ১০টি দিন এ জন্য বরাদ্দ রাখতে হবে। ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা ভেবে এমনই প্রস্তাব দিল সিআইএসসিই।
সিআইএসসিই বা The Council for the Indian School Certificate Examinations-এর তরফে শুক্রবার বলা হয়েছে, শিশুদের ভবিষ্যতের কথা ভেবে ব্যাগের ভার কমানোর কথা ভাবা উচিত। তার বাইরে আরও একটি বিষয়ের উপর গুরুত্ব দেওয়া উচিত। সেটি হল বইয়ের প্রথাগত শিক্ষার বাইরে সার্বিক শিক্ষা। এবং এরই প্রাথমিক ধাপ হিসাবে বছরে এমন ১০টি দিন বরাদ্দ রাখার প্রস্তাব দেওয়া হয়েছে, যে ১০ দিন পড়ুয়াদের ব্যাগ নিয়ে স্কুলে যেতে হবে না। তবে সব ক্লাসের জন্য নয়। প্রাথমিক পর্যায়ে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির পড়ুয়াদের জন্য এই প্রস্তাব দেওয়া হয়েছে।
যে ১০ দিন ব্যাগ ছাড়া স্কুলে যাবে পড়ুয়ারা, সেই ১০ দিন ঠিক কী কী হবে?
প্রস্তাবে বলা হয়েছে, সে দিন অন্য ধরনের শিক্ষামূলক কাজের সঙ্গে তাদের পরিচয় করানো হবে। ইতিমধ্যেই কিছু বেসরকারি স্কুল এই ধরনের উদ্যোগ নিয়েছে। কী কী থাকছে সেই সব কাজের মধ্যে? স্কুলগুলি সূত্রে জানা গিয়েছে, শিল্পকলা সম্পর্কে জ্ঞান, দলগত ঐক্যের শিক্ষা, কাঠের কাজ, মাটির কাজ, বাগান করার মতো নানা বিষয় নিয়ে এ সব দিনগুলিতে শিক্ষা দেওয়া হচ্ছে পড়ুয়াদের।
আন্তর্জাতিক ক্ষেত্রে বহু স্কুলেই এই ধরনের শিক্ষাব্যবস্থাকে গুরুত্ব দেওয়া হয়। আগামী দিনে ভারতেও এ ধরনের শিক্ষাব্যবস্থা অত্যন্ত প্রয়োজনীয় হয়ে উঠতে পারে বলে মনে করেন অনেকেই। আর সেই কারণেই ব্যাগ-বিহীন স্কুলের দিনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।