কাজে বেড়িয়েছিলেন মহিলা। এমন সময়ে বাড়িতে ঢুকে পড়লেন চোর। মহিলার বাড়ি দেখে চোরেরও ইচ্ছে হল কিছু সময়ের জন্য 'ঘর ঘর খেলার'। ইচ্ছা যেমন কাজ তেমন। সাত পাঁচ না ভেবেই বসে পড়লেন ঘরের কাজ করতে।
রান্নাঘরে ঢুকে রান্না করলেন, সবকিছু পরিষ্কার করলেন এবং জামাকাপড় ধুয়ে শুকোতে দিলেন। এমনকি সব সেরে চলে যাওয়ার সময় মহিলার জন্য একটি নোটও লিখে রেখে গেলেন চোর মহাশয়। যা পড়ে হতভম্ব মহিলা।
১৬ জুলাই ব্রিটেনে ঘটেছে এই অদ্ভুত চুরির ঘটনাটি।মনমাউথশায়ারে ৩৬ বছর বয়সী ড্যামিয়ান ওয়াজনিলোভিজের কাজ এটা। এই চুরির দায়ে গত বৃহস্পতিবার কার্ডিফ ক্রাউন কোর্ট তাঁকে ২২ মাসের কারাদণ্ড দিয়েছে। বিবিসি সূত্রে জানা গিয়েছে এমনটাই।
আরও পড়ুন: (Durga Puja 2024: পুজোয় দিনভর বাইরে খাওয়া দাওয়া? পেট ভালো রাখতে পাতে রাখুন এই খাবারগুলি)
বাড়িতে এসে কী কী কাজ করেছিলেন চোর
প্ৰথমে, ড্যামিয়ান ওয়াজনিলোভিজ এক জোড়া জুতো বের করে প্যাকেজিংটি রিসাইক্লিং বিনে ফেলে দেন। টুথব্রাশের মাথা এবং রান্নাঘরের সরঞ্জামগুলিও গুছিয়ে রাখেন। ব্যাগ থেকে মুদিখানা বাজার বের করে রেফ্রিজারেটরে সাজিয়ে রাখেন। পাখির খাবার দেন। গাছের কিছু পাত্র সরিয়ে, মেঝে মুছে দেন। একটি র্যাকে একটি খালি মদের বোতল রাখেন। এমনকি যাওয়ার আগে, তিনি মহিলার খাবার ব্যবহার করে একটি পদও রান্না করেছিলেন।
এরপর বাড়ি ফিরতেই মহিলাটির চোখে পড়ে যে, একটি গ্লাস এবং বোতল খোলা পড়ে আছেন পাশের কাউন্টারে একটি রেড ওয়াইনের বোতলও রয়েছে। বসার ঘরের টেবিলেও মিষ্টির বাটি পড়ে ছিল। বিষয়টা সন্দেহজনক লাগতেই, তিনি প্রতিবেশীর সঙ্গে কথা বলেন, প্রতিবেশীই জানান যে তাঁরা কাউকে জামাকাপড় লন্ড্রির কাজ করতে দেখেছিলেন।
আরও পড়ুন: (Durga Puja 2024: পুজোয় ডিম দিয়ে রেঁধে ফেলুন ঠাকুরবাড়ির বিশেষ পদ ‘চাও চাও’, রইল রেসিপি)
মহিলাকে চিঠিতে কী লিখলেন চোর
মহিলাকে লেখা চিঠিতে চোরের দাবি, চিন্তা করবেন না, খুশি থাকুন, খেয়ে নিন, বিশ্রাম করুন। এমন ঘটনায় স্বাভাবিকভাবেই, খুব ভয় পেয়ে গিয়েছিলেন মহিলা। একটি বিবৃতিতে, তিনি স্পষ্ট বলেছিলেন, 'চোর ধরা না হওয়া পর্যন্ত দুই সপ্তাহের জন্য, আমি এমনভাবে উদ্বিগ্ন বোধ করেছি যা আমি আগে কখনও অনুভব করিনি।' তিনি যে একা থাকতেন তা ভালোভাবেই জানত চোর, এমন সময়ে যদি তাঁকে টার্গেট করা হয়, এই চিন্তায় কাটত দিন। যদিও তেমন কিছু হয়নি। এই সময় কিছুদিন বন্ধুর সঙ্গে থেকেছিলেন তিনি।
এইভাবেই ধরা পড়ে চোর
এরপর ড্যামিয়ান ওয়াজনিলোভিজ ২৯ জুলাই অন্য বাড়িতে চুরি করতে গেলে, তাঁকে গ্রেফরার করা হয়েছিল। এদিনও চুরি করতে গিয়ে বাড়ির কাজ করতে ব্যস্ত ছিলেন চোর। বাড়ির মালিকের কিছু খাবার খেয়ে, মদও খেয়েছিলেন। এরপর বাড়ির মালিক চোরটিকে গ্লাস হাতে মাতাল অবস্থায় দেখতে পান। অনুরোধ করায় চোর নিজেই নাকি বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর গ্রেফতার করা হয় তাঁকে।
ওয়াজনিলোভিজের বাড়ি ছিল না। অনেক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলেন তিনি। তাঁর আইনজীবী তাবিথা ওয়াকার আদালতে এ কথা বলেছেন। আদালত জানিয়েছে যে এর আগেও চারবার এমনই চুরির কাণ্ড বাঁধিয়েছেন তিনি।