বাংলা নিউজ > টুকিটাকি > Downturn in Covid-19 cases: করোনা বাড়ছে হু হু করেই! পরীক্ষায় অনীহার কারণে ধরা পড়ছে না, বলছেন চিকিৎসকরা

Downturn in Covid-19 cases: করোনা বাড়ছে হু হু করেই! পরীক্ষায় অনীহার কারণে ধরা পড়ছে না, বলছেন চিকিৎসকরা

করোনা পরীক্ষার সংখ্যা কমেছে। 

People avoiding covid-19 tests: এই দফায় দেখা যাচ্ছে করোনা সংক্রমণের হার অনেকটাই কম। কিন্তু বিষয়টি কি সত্যিই স্বস্তির? নাকি এর পিছনে রয়েছে অন্যা সমস্যা?

সম্প্রতি দেশজুড়ে আবার বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। কিন্তু দেখা যাচ্ছে এই দফায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা গত দুই তিন দফার থেকে অনেকটাই কম। বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, করোনা পরীক্ষা কম হওয়ার কারণেই রোগীর সংখ্যা এতটা কম।

বহু মানুষই মৃদু উপসর্গ থাকার কারণে পরীক্ষা করাচ্ছেন না। চিকিৎসকরা বলছেন, এই মনোভাব একেবারেই ঠিক নয়। কারণ করোনা সংক্রমণ দ্রুত ছড়ানো আটকাতে হলে অনেক বেশি সংখ্যক পরীক্ষা করা দরকার। উপসর্গ মৃদু হলেও পরীক্ষা করানো অবশ্যই প্রয়োজন। (আরও পড়ুন: কারও কারও এখনও একবারও করোনা হয়নি কেন? এত দিনে জানা গেল এর প্রকৃত কারণ)

Indian Medical Association-এর মাইক্রোবায়োলজিস্ট ড.পি কে গুপ্তা হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, অনেকেই মৃদু উপসর্গ থাকার কারণে পরীক্ষা না করিয়ে নিজেরাই ওষুধ খাচ্ছেন। এই মনোভাব করোনা মোকাবিলায় সমস্যা তৈরি করতে পারে। (আরও পড়ুন: বার বার করোনা হচ্ছে? কী ভাবছেন, দারুণ ইমিউনিটি পাচ্ছেন? বিষয়টি ঠিক উলটো নয় তো)

বিশিষ্ট চিকিৎসক রানা শ্রীবাস্তব বলেছেন, কোনও ব্যক্তির যদি মৃদু উপসর্গ থাকে তাঁকেও অবশ্যই করোনা পরীক্ষা করানো উচিত। কারণ সেই ব্যক্তি যদি পরিবারের সঙ্গে থাকেন তবে তাঁর পরিবারকে নিরাপদে রাখার জন্য পরীক্ষা করানো অবশ্যই প্রয়োজন। সঠিক সময়ে পরীক্ষা না হলে করোনার দ্রুত করোনা সংক্রমণ আটকানো যাবে না।

চিকিৎসক গুপ্তার মতে, এই দফায় দেখা যাচ্ছে করোনা আক্রান্ত রোগীদের মধ্যে সংক্রমণের তীব্রতা অনেকটাই কম। কিন্তু করোনার সঠিক সময়ে চিকিৎসা শুরু করতে হলে বা কোভিড বিধি মেনে চলার প্রয়োজন আছে কি না তা জানতে হলে পরীক্ষার বিকল্প কিছু নেই।

বন্ধ করুন