মিয়ামি চিড়িয়াখানায় সম্প্রতি একটা অদ্ভুত ঘটনা ধরা পড়েছে। একটা অজগরের মাথায় ট্র্যাকার লাগানো ছিল। সেটা খুঁজতে গিয়ে দেখা যায় সেই সাপটাকে একটা কটনমাউথ সাপ খেয়ে নিয়েছে! এই সাপটির এক্সরের ছবি তারা ফেসবুকে পোস্ট করেছে যেখানে দেখা গিয়েছে কটনমাউথ সাপের পেটের ভিতর আছে পাইথনটি। এতে অজগরের পিঠে যে ট্র্যাকার লাগানো ছিল সেটাও ধরা পড়েছে। এই ট্র্যাকারের সাহায্যেই চিড়িয়াখানার কর্মীরা সাপগুলোর গতিবিধির উপর নজর রাখে।
এক্সরেতে দেখা গিয়েছে যে এই বার্মিজ পাইথনের লেজের দিকটা আগে খেয়েছে কটনমাউথ সাপটি। তবে এই প্রথম নয়, বার্মিজ পাইথন আগে আক্রমণের শিকার হয়েছিল স্থানীয় পশুদের দ্বারা। এর আগে বনবিড়ালকে পাইথনের ডিম চুরি করে খেতে দেখা গিয়েছিল। এখন কটনমাউথ সাপ একটা গোটা পাইথনকেই খেয়ে নিল!
কটনমাউথ সাপটির দৈর্ঘ্য হল ৪৩ ইঞ্চি এবং পাইথনটির ৩৯ ইঞ্চি লম্বা ছিল। মিয়ামি চিড়িয়াখানার তরফে জানানো হয়েছে যে সেখানকার স্থানীয় পশুরা এই বিদেশি সাপটাকে মানতে পারছে না, তাই বারবার আক্রমণ করছে। এই বার্মিজ অজগর একটি অবিষাক্ত সাপ কিন্তু এরা দীর্ঘদিন ধরেই ফ্লোরিডার এভারগ্লেড বস্ততন্ত্র ধ্বংস করছে বলেই জানানো হয়েছে।