করোনার ভয় সকলের মন থেকেই একটু একটু করে কাটছে। কিন্তু তার মধ্যেই নতুন নতুন গবেষণা হাজির করছে নিত্যনতুন তথ্য। যার কোনও কোনওটা উদ্বেগ বাড়িয়ে দিচ্ছে অনেকেরই। হালের একটি গবেষণাই যেমন। সেখানে বলা হয়েছে, করোনার সঙ্গে অন্য একটি অসুখের জীবাণু একসঙ্গে কোনও শরীরে সংক্রমণ ঘটালে মারাত্মক বিপদ ঘটতে পারে। এমনকী তাতে মৃত্যুর আশঙ্কা পর্যন্ত বেড়ে যায়।
কোন রোগের জীবাণু এটি?
সম্প্রতি University of Edinburgh, University of Liverpool, Leiden University এবং Imperial College London-এর বেশ কয়েক জন অধ্যাপক একসঙ্গে একটি গবেষণা চালিয়েছেন। তার ফল প্রকাশিত হয়েছে The Lancet পত্রিকায়। আর সেখানেই অ্য জীবাণুটির কথা বলা হয়েছে।
করোনার ক্ষমতা এখন যতই কমে যাক না কেন, এক সময়ে এই করোনাই প্রচুর মানুষের প্রাণ নিয়েছে। সেই সময়েও বহু প্রাণহানীর পিছনে ছিল এই যুগ্ম আক্রমণ। সাম্প্রতিক গবেষণালব্ধ ফল দেখে এমনই বলেছেন বিজ্ঞানীরা।
হালে এই জীবাণুটির সংক্রমণ আবার বাড়ছে। তার ফলে কোভিডের ভয়াবহতাও বাড়তে পারে— এমনই আশঙ্কা বিজ্ঞানীদের।
চার বিশ্ববিদ্যালয়ের গবেষকরা তাঁদের গবেষণাপত্রে দু’টি বিশয়ের প্রতি আলোকপাত করেছেন। এক, সংক্রমণ বৃদ্ধির কারণ। দুই, এটিকে আটকানর উপায়।
- কেন বাড়ছে সংক্রমণের হার: বিজ্ঞানীরা বলছেন, এর প্রধান কারণ বিভিন্ন দেশে করোনাবিধি শিথিল হয়ে যাওয়া। তাঁদের মতে, এর ফলে করোনা এবং তার সহযোগী জীবাণুটির সংক্রমণ বাড়ছে।
- এ থেকে বাঁচার উপায়: বিজ্ঞানীদের মতে, করোনা এবং অন্য অসুখটির টিকা নেওয়াই এখানে একমাত্র ভরসা। এই দুই টিকা ঠিক করে কাজ করলে মানুষের শরীরে সংক্রমণ বেশি ছড়াতে পারে না।
কিন্তু এই জীবাণুটি কী? কার সঙ্গে জোট বেঁধে সংক্রমণ ঘটাচ্ছে করোনা? করোনা সংক্রমণের পাশাপাশি কোন জীবাণু শরীরে সংক্রমণ ঘটালে বড় বিপদ আসতে পারে?
অন্য জীবাণুটি কী?
চার বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলেছেন, এটি ইনফ্লুয়েঞ্জা (Influenza) বা ফ্লুয়ের জীবাণু। করোনা এবং একই সঙ্গে এই জীবাণুতে সংক্রমিত হলে বড় বিপদ ঘটে যেতে পারে। তেমনই আশঙ্কা বিজ্ঞানীদের।