Covid risk obese: কোভিডের ‘ওজন’দারদেরই বিপদে পড়ার... more
Covid risk obese: কোভিডের ‘ওজন’দারদেরই বিপদে পড়ার আশঙ্কা বেশি। এমনটাই জানাচ্ছেন বিজ্ঞানীরা। একই সঙ্গে তার কারণও বলছেন বিজ্ঞানীরা।
1/6ওজন বেশি হলে এখনই সাবধান হোন! ‘ওজন’দার ব্যক্তিদের নিয়ে গবেষণায় এক নয়া বিপদের কথা শোনালেন বিজ্ঞানীরা। সম্প্রতি এক পরীক্ষানিরীক্ষায় জানা গিয়েছে, বেশি ওজন হলে কোভিড ১৯-এর ভাইরাস আরও চেপে বসে ফুসফুসে। এমনকী রোগের ভয়াবহতা সাধারণ ব্যক্তিদের তুলনায় অনেকটাই বেশি হয়। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Freepik)
2/6আমেরিকান জার্নাল অফ রেসপিরেটরি অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনে এই গবেষণা প্রকাশিত হয়। তাতে বলা হয়েছে, প্রদাহজনিত রোগ প্রতিরোধ ক্ষমতা কম দেখা যায় অতিরিক্ত ওজনের ব্যক্তিদের। এর ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা সহজে কোভিড ১৯এর মোকাবিলা করতে পারে না। তাই গেঁড়ে বসে ভাইরাস। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Freepik)
3/6বিজ্ঞানীদের মতে, ওবেসিটির যাদের রয়েছে, তাদের বিএমআই ৩০এর বেশি। এর ফলে তাদের অনেকেরই প্রচন্ড শ্বাসকষ্টের মতো ভয়ঙ্কর উপসর্গ দেখা যাচ্ছে। শুধু তাই নয়, কিছু ক্ষেত্রে ভেন্টিলেশনে রাখতে হচ্ছে রোগীদের। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Freepik)
4/6কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ক্লিনিশিয়ান বিজ্ঞানী মেনা ক্লাটওয়ার্দি সংবাদমাধ্যম বলেন,‘বিশ্বমারির সময় আমা দেখা অধিকাংশ কমবয়সি রোগীদেরই ওজন বেশি ছিল।’ তাঁর কথায়,‘অতিরিক্ত প্রদাহের কারণেই সম্ভবত এমন ঘটনা ঘটছে ভেবেছিলাম। তবে গবেষণায় ঠিক উল্টোটাই পাওয়া গিয়েছে।’ (ছবিটি প্রতীকী, সৌজন্যে Freepik)
5/6কোভিডকালে ভেন্টিলেশনে ছিলেন ও ইন্টেনসিভ কেয়ার প্রয়োজন হয়েছিল এমন ১৩ রোগীর থেকে রক্ত সংগ্ৰহ করে এই গবেষণা করা হয়। ট্রান্সক্রিপটোমিকস পরীক্ষা করার পর দেখা যায়, অতিরিক্ত ওজনের ব্যক্তিদের রোগ প্রতিরোধ ক্ষমতাই দুর্বল। শরীরের কোথাও কোনও প্রদাহ হলে তা সহজে জানতেই পারে না রোগ প্রতিরোধ ক্ষমতা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Freepik)
6/6অন্যদিকে রোগা ব্যক্তিদের পরীক্ষা করে দেখা যায়, প্রদাহকারী উপাদান টিউমর নেক্রোসিস ফ্যাক্টর পরিমাণ তাদের শরীরে কম। ক্ল্যাটওয়ার্থির কথায়, বেশি ওজন হলে ভাইরাসের বিরুদ্ধে কোষকে জাগিয়ে তোলার জিনটিই দুর্বল হয়ে পড়ছে। ফলে কোভিডের সঙ্গেও লড়তে পারছে না শরীর। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Freepik)