কোভিড ঘিরে নতুন করে ত্রাসের সঞ্চার হয়েছে বিশ্বের একাধিক দেশে। চিন, জাপান, থাইল্যান্ড ছাড়াও আমেরিকাতে নতুন করে কোভিড ভয়ের সঞ্চার করেছে। এই গোটা পর্বের মূলে রয়েছে কোভিডের এক্সবিবি ভ্যারিয়েন্ট। নতুন করে উঠে আসে এক্সবিবি.১.৫ ভ্যারিয়েন্ট দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়তে শুরু করেছে বিশ্বের বিভিন্ন দেশে। একনজরে দেখে নেওয়া যাক এই ভ্যারিয়েন্ট সম্পর্কে ৫ টি তথ্য।
এক্সবিবি.১.৫ ভ্যারিয়েন্ট আগের ভ্যারিয়েন্টগুলির থেকেও দ্রুত। বি কিউ এক্সবিবির থেকেও করোনার এই নবতম ভ্যারিয়েন্টটি ব্যাপক দ্রুতহারে ছড়িয়ে পড়ে। মানব শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে ভেদ করে ঢুকে যাওয়ার মতো ক্ষমতা রয়েছে এক্সবিবির।
এর আগে বিকিউ.১ ও বিকিউ. ১.১ সাব ভ্যারিয়েন্টগুলিকে ছাপিয়ে গিয়েছে ওমিক্রনের নয়া এই ভ্যারিয়েন্ট। এর ছড়িয়ে পড়ার গতি ক্রমশ বাড়ছে। আর তা ১২০ শতাংশ দ্রুত ।
এদিকে, ভারতে এর আগে পাওয়া গিয়েছিল এক্সবিবি ও এক্সবিবি.১ ভ্যারিয়েন্ট। দেখা যাচ্ছে এক্সবিবি.১.৫ সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মিউটেশন ঘটে আরও শক্তিশালী হয়েছে। ফলে এই নয়া ভ্যারিয়েন্টের উৎস নিয়ে রয়েছে সংশয়।
সংক্রমণ সংক্রান্ত মার্কিনি বিশেষজ্ঞ অ্যান্টনি ফাউসি বলছেন, বুস্টার ডোজগুলি মূলত বিএ ফোর ও বিএ ফাইভকে রুখতে তৈরি হয়েছিল। সেই জায়গা থেকে কোভিডের ভ্যাকসিনের বুস্টার ডোজ এক্সবিবিকে কিছুটা হলেও রুখে দিতে পারে।