বাংলা নিউজ > টুকিটাকি > Covid-19 among Children: ১২ বছরের নীচের শিশুদের করোনা হওয়ার আশঙ্কা কতটা? স্পষ্ট বলে দিলেন চিকিৎসক

Covid-19 among Children: ১২ বছরের নীচের শিশুদের করোনা হওয়ার আশঙ্কা কতটা? স্পষ্ট বলে দিলেন চিকিৎসক

শিশুদের করোনা হওয়া আশঙ্কা কতটা?

১২ বছরের নীচের শিশুদের টিকাকরণ এখনও শুরু হয়নি। তাই তাদের মধ্যে কোভিড সংক্রমণ বাড়তে পারে বলে মনে রছেন অনেকেই। কিন্তু কী বলছেন চিকিৎসকরা? 

দিল্লি-সহ পাঁচটি রাজ্যে বাড়ছে করোনা সংক্রমণ। হরিয়ানা, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং মিজোরাম রয়েছে এই তালিকায়। বিশেষজ্ঞরা বলছেন, এর পিছনে রয়েছে করোনার XE রূপের ভূমিকা।

হাল দিল্লি সংলগ্ন এলাকার বেশ কয়েকটি স্কুলে শিশুদের মধ্যে করোনা সংক্রমণ বেড়েছে। আর তাতেই আতঙ্কে বাড়ছে অভিভাবকদের মধ্যে। এবার কি করোনা তাহলে শিশুদের মধ্যেই বেশি মাত্রায় ছড়াবে?

১২ বছরের নীচের শিশুদের টিকাকরণ এখনও শুরু হয়নি। ফলে এই শিশুদের মধ্যে করোনার আশঙ্কা বেশি। এমনটাই ভাবছেন অনেকে। কিন্তু চিকিৎসকরা কী বলছেন?

সম্প্রতি হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে শিশুস্বাস্থ্য বিশেষজ্ঞ চিকিৎসক কৃষ্ণন চুগ জানিয়েছেন, পরিস্থিতি এমন অবস্থায় পৌঁছোয়নি, যাতে ভয় পেতে হবে। তাঁর বক্তব্য, ‘এখনও কোভিড সংক্রমণ নিয়ন্ত্রণের মধ্যেই আছে। শিশুদের মধ্যে করোনা সংক্রমণ বাড়লেও, তা এখনও মারাত্মক আকার নেয়নি। কোভিড শিশুদের বিরাট সমস্যা সৃষ্টি করতে পারে না। এমন কথা বহু বিজ্ঞানীই বলেছেন। এখনও এর বিপরীত কোনও তথ্য পাওয়া যায়নি। ফলে এখই আতঙ্কিত হওয়ার কিছু নেই।’

দিল্লির বেশ কিছ হাসপাতালে করোনা সংক্রমণ নিয়ে ভর্তি হয়েছেন অনেকে। পরিসংখ্যানও বলছে, তার মধ্যে শিশুদের সংখ্যা খুবই কম। হাসপাতালে ভর্তি ৯১ জন কোভিড রোগীর মধ্যে মাত্র ৮ জনই শিশু।

তবে শিশুদের কোভিড নিয়ে বিশেষ ভয় না থাকলেও, তাদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তারা যাতে মাস্ক পরে, হাত ধুয়ে নেয়— এসব বিষয়ে অভিভাবকদের নজর দিতে বলছেন।

আর এখনই স্কুল বন্ধ করা বা অনলাইন ক্লাস করানোর মতো কোনও পদক্ষেপ করার প্রয়োজন আছে বলে মনে করেন না চিকিৎসকরা। তাঁদের বক্তব্য, পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে।

বন্ধ করুন