বিপাকে বাংলা। ফের করোনার তীর পশ্চিমবঙ্গে। ভোটপর্বের মধ্যেই নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩০ জনেরও বেশি ব্যক্তি। করোনার নতুন ভ্যারিয়েন্ট 'ফ্লার্ট'ই এই আঘাত হানছে বলে জানা গিয়েছে। নতুন করোনা ভ্যারিয়েন্ট 'ফ্লার্ট' (KP.2) হল ওমিক্রনের একটি সাব-ভেরিয়েন্ট, এতে কিছু মিউটেশন পরিলক্ষিত হয়েছে যার দরুণ এটি ভ্যাকসিন-প্ররোচিত ইমিউন সিস্টেমকে ফাঁকি দিতে এবং মানুষের মধ্যে দ্রুত সংক্রমণ বাড়াতে পারে।
বিশ্বের অনেক দেশেই আবারও দ্রুতগতিতে বাড়ছে করোনা সংক্রমণের ঘটনা। করোনার নতুন রূপ, FLiRT, খুব অল্প সময়ের মধ্যে অনেক দেশে হিট করেছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, আমেরিকা এবং সিঙ্গাপুরে সংক্রমণের ঘটনা দ্রুত বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি এমন যে সিঙ্গাপুরের স্বাস্থ্য বিভাগ আবারও জনগণকে প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসেবে মাস্ক পরার আহ্বান জানিয়েছে। এটি লক্ষণীয় যে এক সপ্তাহের মধ্যে সিঙ্গাপুরে ২৫,০০০ এরও বেশি নতুন কেস রিপোর্ট করা হয়েছে, যা স্বাস্থ্য বিশেষজ্ঞদের উদ্বেগ বাড়িয়েছে।
সিঙ্গাপুরের স্বাস্থ্য বিভাগ করোনার ঝুঁকি সম্পর্কে সকল মানুষকে সতর্ক থাকতে বলেছে। আগামী মাসে সংক্রমণের ঘটনা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। এমতাবস্থায় বাংলার হালও কি বেহাল হতে চলেছে! করোনা মহামারীর সেই ভয়ঙ্কর স্মৃতি উস্কে ফের ফিরে আসছে করোনা! কী বলছেন বাংলার বিশেষজ্ঞরা! বস্তুত, দেশের যে ১২টি রাজ্যে ফ্লার্টের অন্যতম কেপি.২ ভ্যারিয়েন্টের সন্ধান মিলেছে, তার মধ্যে মহারাষ্ট্র রাজ্যের পরই দ্বিতীয় স্থানেই রয়েছে পশ্চিমবঙ্গ। সারা দেশের ২৮৬ জন আক্রান্তের মধ্যে এ রাজ্যের অন্তত ৩৬ জন ফ্লার্টে সংক্রমিত হয়েছেন।
নভেল করোনাভাইরাস কীভাবে রূপ বদলে নতুন নতুন ভ্যারিয়েন্ট নিয়ে আসছে, তা নিয়েই পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছিল ইন্ডিয়ান সার্সকোভ-২ জিনোমিক্স কনসোর্টিয়াম (ইনসাকগ)। ৬৭টি জেনেটিক ল্যাব নিয়ে তৈরি এই গবেষণা টিমই জানতে পেরেছে যে কেপি ২-এর কোপে মহারাষ্ট্রের পরেই রয়েছে বাংলা। মহারাষ্ট্রে ১৪৬ জন আক্রান্ত হয়েছে। গুজরাটে ২৩ জন, রাজস্থানে ২১ জন, ওড়িশায় ১৭ জন, উত্তরাখণ্ডে ১৬ জন, গোয়ায় ১২ জন, উত্তরপ্রদেশে ৮ জন, হরিয়ানায় ৩ জন, কর্নাটকে ২ জন, এবং দিল্লিতে ১ জন ও মধ্যপ্রদেশেও ১ জন করে আক্রান্ত হয়েছেন।
প্রসঙ্গত, ওমিক্রনের চারটি মিউটেশন রয়েছে ফ্লার্টে। এফ, এল, আর, টি। আর ফ্লার্ট ভ্যারিয়েন্ট দুই রকমের, একটা হল কেপি.২ এবং অন্যটি কেপি.১.১। আর কেপি.২ ই এখন বেশি সংক্রমণ ঘটাচ্ছে। তবে এ নিয়ে চিন্তা নেই বলে আশ্বাস দিয়েছেন বিশেষজ্ঞরা। আগামী দিনে এমনই আরও নানান ভাইরাস আসবে। এটাই স্বাভাবিক। আপাতত ফ্লার্টের যা উপসর্গ দেখা যাচ্ছে, যেমন গলা খুসখুস করা, শুকনো কাশি হওয়া, একটু ক্লান্তি বোধ করা, নাক দিয়ে জল পড়া, এগুলো অত্যন্ত সাধারণ উপসর্গ। ভয়ের কিছু নেই।