বাংলা নিউজ > টুকিটাকি > Indian National Flag: স্বাধীনতা দিবসে বাড়িতে জাতীয় পতাকা তুলতে চান? নিয়মগুলি এখনই জেনে নিন

Indian National Flag: স্বাধীনতা দিবসে বাড়িতে জাতীয় পতাকা তুলতে চান? নিয়মগুলি এখনই জেনে নিন

পতাকা উত্তোলনের সঠিক পদ্ধতি জানুন (ফাইল ছবি)

কেন্দ্রীয় সরকারের তরফে স্বাধীনতা দিবসের আগেই বদল করা হল জাতীয় পতাকা উত্তোলনের নিয়ম। জেনে নিন সঠিক উপায়।

চলতি বছর ভারত সাড়ম্বরে পালন করতে চলেছে স্বাধীনতার ৭৫ বছর এবং ৭৬তম স্বাধীনতা দিবস। কেন্দ্রীয় সরকারের তরফে ইতিমধ্যেই উদ্যোগ নেওয়া হয়েছে একাধিক অনুষ্ঠানের। এর মধ্যে অন্যতম হচ্ছে আজাদি কা অমৃত মহোৎসব। আর এই অনুষ্ঠানের মাধ্যমেই কেন্দ্রীয় সরকার বাড়ি বাড়িতে জাতীয় পতাকা তোলার আহ্বান জানিয়েছে। প্রধানমন্ত্রী খোদ ‘মন কী বাত’ অনুষ্ঠানে এই বিষয়ে ঘোষণা করেছেন। এবং এই জাতীয় পতাকাকেন্দ্রিক অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে ‘হর ঘর তেরঙা অভিযান’। তবে এই ‘হর ঘর তেরঙা অভিযানের জন্য জাতীয় পতাকা উত্তোলনের নিয়মে বেশ কিছু বদল এনেছে কেন্দ্রীয় সরকার। দেখে নিন কী বদল আনা হল জাতীয় পতাকা উত্তোলনে।

২০২২-এর ফ্ল্যাগ কোডে বদল

অগস্টের প্রথম সপ্তাহেই সংশোধন করা হয়েছে ভারতীয় পতাকা বিধি ২০২২। ফ্ল্যাগ কোড অব ইন্ডিয়া ২০২২ এর দ্বিতীয় ভাগের ২.২ অনুচ্ছেদের ১১ নম্বর ধারা অনুযায়ী ভারতীয় পতাকা যে কোনও ভারতীয় নাগরিকের বাড়িতে যে কোনও সময়ই তোলা যেতে পারে। রাতের বেলাতেও। তবে এই পতাকার আকৃতি বড় হতে হবে। এবং ছেঁড়া পতাকা কখনও উত্তোলন করা যাবে না।

আগের নিয়মে আলাদা কী ছিল?

এর আগের নিয়ম অনুযায়ী সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্তই জাতীয় পতাকা তোলার অনুমতি ছিল। এর আগে পলিস্টারের তৈরি পতাকা বা মেশিনে তৈরি হয়েছে এমন পতাকা উত্তোলনের অনুমতি ছিল না। এখন হাতে বা মেশিনে তৈরি সব ধরনের পতাকাই তোলা যাবে।

পতাকা তোলার সময় কোন কোন জিনিস খেয়াল রাখা উচিত?

  • হাতে কাটা, হাতে বোনা, মেশিনে তৈরি করা তুলো, সিল্ক, বা খাদির পতাকা উত্তোলন করা যাবে।
  • কোনও অবস্থাতেই জাতীয় পতাকা মাটিতে রাখা যাবে না।
  • পতাকায় কোনও অক্ষর লেখা যাবে না।
  • জাতীয় পতাকার রঙের পোশাক কখনই পরা উচিত নয়।
  • বাণিজ্যিকভাবে এই পতাকা ব্যবহার করা যাবে না।
  • বিকৃত পতাকা উত্তোলন করা যাবে না।
  • জাতীয় পতাকার সঙ্গে অন্য পতাকা থাকলে, জাতীয় পতাকার স্থান সব সময় উঁচুতে হবে।
  • যে দণ্ডে জাতীয় পতাকা থাকবে সেখানে অন্য পতাকা রাখা যাবে না।
  • গেরুয়া রং সবসময় উপরে থাকবে।
  • ছেঁড়া, বিবর্ণ পতাকা উত্তোলন করা যাবে না।
  • কোনও ব্যক্তির মৃতদেহের সঙ্গে কফিনে বা চিতায় জাতীয় পতাকা দেওয়া যাবে না।
  • পতাকার সঠিক অনুপাত হচ্ছে ৩.২।
  • জাতীয় পতাকার অর্ধেক উত্তোলন যেন না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে।

ভারতের তেরঙা বিশ্বের কাছে ভারতের প্রতিনিধিত্ব করে। যে পতাকা গোটা দেশবাসীর কাছে সম্মানের, গর্বের তাকে যেমন খুশি ব্যবহার করা যায় না। তাই জাতীয় পতাকা উত্তোলনের সময় এই জিনিসগুলো খেয়াল রাখুন। যথাযথ ভাবে এই রীতি মেনে পতাকা উত্তোলন করুন। কারণ জাতীয় পতাকার সম্মান রক্ষা করা ভারতের প্রতিটা নাগরিকের মৌলিক কর্তব্য।

বন্ধ করুন