এমবিএ, ইঞ্জিনিয়ারদের বুড়ো আঙুল দেখিয়ে লক্ষ লক্ষ টাকা আয় করছেন বড়া পাও বিক্রেতা। হাতেনাতে প্রমাণ সহ ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে ভিডিয়ো।
সোশ্যাল মিডিয়া খুললেই, শত শত রিল দেখতে পাওয়া যায়। এই রিলগুলির মধ্যে কিছু থাকে বিনোদনের জন্য, আবার কিছু কিছু সময় বেশ আকর্ষণীয় ছোট ব্যবসা, উপার্জনের দক্ষতা এবং কীভাবে অর্থ উপার্জন করা যায়, সে সম্পর্কিত ভিডিয়োও নজর কাড়ে। আর এই রিলগুলি প্রায়শই ভাইরালও হয়। বর্তমানে, এমনই একটি রিল ইনস্টাগ্রামে ক্রমশ ভাইরাল হচ্ছে।
ভাইরাল ভিডিয়োতে কী দেখা গিয়েছে
এই পোস্টটি করেছেন মুম্বইয়ের একজন কন্টেন্ট ক্রিয়েটর সার্থক সচদেভা। সার্থক সচদেবা তাঁর ভিডিয়োতে দেখিয়েছেন যে সারাদিন বড়া পাও বিক্রি করে ঠিক কত টাকা আয় করা যায়। এদিন সার্থক বলেছেন যে মাত্র ২.৫ ঘণ্টায় ২০০ বড়া পাও বিক্রি হয়েছে। সারাদিনে, সার্থক মোট ৬২২ টি বড়া পাও বিক্রি করেছেন এবং একটি বড়া পাও-এর দামই ১৫ টাকা। এই অনুসারে, সারা দিনে প্রায় ৯,৩০০ টাকা আয় হয়েছে অর্থাৎ এক মাসে রায় ২,৮০,০০০ টাকা আয় করা সম্ভব। আর যদি এর পিছনে খরচের জন্য ৮০,০০০ টাকা নেওয়া হয়, তবুও ২ লক্ষ টাকাই লাভ হবে। আর এইভাবে আর বছরে ২৪ লক্ষ টাকা আয় করা কোনও ব্যাপারই নয়।
আরও পড়ুন: (Maha Shashthi Rituals: কোন রীতিতে বোধন হয় দেবী দুর্গার? জানুন মহাষষ্ঠীর পূণ্য নিয়ম)
কী বলছেন নেটিজেনরা
বলা বাহুল্য, এই ইনস্টাগ্রাম ভাইরাল ভিডিয়ো মানুষকে অনেক প্রভাবিত করেছে। ভিডিয়োটি কোটি কোটি ভিউ এবং লক্ষ লক্ষ লাইক সংগ্রহ করেছে ইতিমধ্যেই। এখনও পর্যন্ত ৬.২৪ কোটি ভিউ, ২৬ লক্ষ লাইক এবং ১৯ হাজার মন্তব্য করা হয়েছে এই ভিডিয়োটিতে। একজন লিখেছেন, 'আমি কি কখনও আমার অফিসের চাকরি থেকে এত বেশি উপার্জন করতে পারব?' আরও একজন আবার পরামর্শ দিলেন, 'আমাদের সবার উচিত ডেস্কে কাজ না করে বড়া পাও বিক্রি করার চেষ্টা করা!' কয়েকজন ব্যবহারকারী আবার বিক্রেতার কঠোর পরিশ্রমের প্রশংসা প্রকাশ করেছেন, বলেছেন, 'যারা তাঁদের উপার্জনের জন্য কঠোর পরিশ্রম করেন তাঁদের প্রতি শ্রদ্ধা।'
আরও পড়ুন: (Durga Puja 2024: ছোট্ট ‘দুর্গা’দের নিয়ে একদিনের প্যান্ডেল হপিং! উডল্যান্ডসের অভিনব উদ্যোগ)
উল্লেখ্য, এই প্রথম নয়, সার্থক এর আগেও এমন অনেক ভিডিয়ো আপলোড করেছেন, যার মধ্যে চা বিক্রি করে অর্থ উপার্জনেরও একটি ভিডিয়ো রয়েছে।