ফরসা হওয়ার চিন্তা ছাড়ুন বরং জেল্লাদার ত্বক যাতে পান সেদিকে নজর দিন। এভাবে নিন নিজের দেখভাল।
1/5বর্তমান সময়ে ফরসা না কালো তা নিয়ে কেউই খুব একটা মাথা ঘামান না। শ্যামবর্ণ নিয়ে আন্তর্জাতিক স্তরে মডেলিং করছেন বহু সুন্দরী। আসলে সবার আগে দরকার ত্বক ভালো থাকা। দাগহীন, জেল্লাদার ত্বক হলে লোকে আপনার দিকে ফিরে তাকাবেই। তাই সবার আগে চেষ্টা করুন ত্বকের স্বাস্থ্য ফেরাতে। যার সঠিক গাইডলাইনস আজ দিলাম আমরা।
2/5শ্যামলা ত্বকে বলিরেখা দেখা দেয় অনেক দেরিতে। তবে ব্রণ বা রোদের প্রভাবজনিত দাগছোপ পড়ে একটু বেশিই। তাই সানস্ক্রিন মাস্ট। এবং সারাদিন রোদে থাকলে ৪ ঘণ্টা পরপর আপনাকে রি-অ্যাপ্লাই করতে হবে। প্রচুর জল খান। রাতে শুতে যাওয়ার আগে অবশ্যই করুন ক্লিনজিং-টোনিং-ময়েশ্চারাইজিং। এই ধরনের ত্বকে আর্দ্রতায় ঘাটতি পড়লে কিন্তু খুব তাড়াতাড়ি বোঝা যায়। কারণ সাদা দাগ ফুটে ওঠে। তাই খেয়াল আপনাকে একটু বেশিই নিতে হবে।
3/5বাজারচলতি ফরসা করার ক্রিম মাখবেন না। ত্বকের প্রকৃতি অনুযায়ী হারিয়ে যাওয়া জেল্লা ফেরাতে প্রাকৃতিক টোটকার সাহায্য নিতেই পারেন। অনেকেই ভাবেন টমেটোর রস বা লেবুর রস মেখে ফরসা হবে। তবে এগুলো কিন্তু ত্বককে রুক্ষ্ম করে। সঙ্গে কাঁচা হলুদ মাখলেও শ্যামবর্ণাদের গায়ে হলদে ছোপ ফুটে ওঠে। তাই ওই টোটকার দিকে ভুলেও পা বাড়াবেন না।
4/5ত্বক খুব রুক্ষ্ম থাকলে নারকেল তেল ব্যবহার করতে পারেন। নারকেল তেলের সঙ্গে ব্রাউন সুগার মিশিয়ে বানাতে পারেন ঘরোয়া স্ক্রাবারও। ব্যবহার করতে পারেন এসেনশিয়াল অয়েলও।
5/5ত্বকের হারিয়ে যাওয়া জেল্লা ফেরাতে দুধের সর বা দই লাগান। মুসুর ডাল বেটে তার সঙ্গে দই মিশিয়েও মাখতে পারেন। তবে যে কোনও জিনিস মুখে লাগানোর আগে হাতে প্যাচ টেস্ট করে দেখে নিন এর থেকে আপনার ত্বকে কোনও রিয়্যাকশন বেরোচ্ছে কি না।