বাংলা নিউজ > টুকিটাকি > Dashami Recipe: দশমীতে বাড়িতে মাছ খেতেই হয়? বানিয়ে ফেলুন পাঁচফোড়ন রুই
পরবর্তী খবর

Dashami Recipe: দশমীতে বাড়িতে মাছ খেতেই হয়? বানিয়ে ফেলুন পাঁচফোড়ন রুই

পাঁচফোড়ন রুইয়ের রেসিপি

Dashami Special Menu: বিজয়া দশমীর দিন কম বেশি সমস্ত বাড়িতেই দুপুরবেলা মাছ রান্না করতে হয়। এদিন মাছের পদ নাহয় একটু অন্যরকম ভাবে বানালেন। দেখুন।

দুর্গাপুজো প্রায় শেষের পথে। আর কয়েকটা ঘণ্টার অপেক্ষা। তারপরই উমা বিদায় নিয়ে কৈলাশে ফিরে যাবেন। সবার মন ভার। বাড়ি বাড়িতে বরণের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। দশমী মানেই সিঁদুর খেলা, মায়ের, বরণ, কোলাকুলি আর অনেকটা মন খারাপ। কিন্তু এগুলোর সঙ্গেও আরও বেশ কিছু নিয়ম থাকে। এই যেমন নীলকন্ঠ পাখি উড়িয়ে দেওয়া এবং দুপুরবেলায় মাছ খাওয়া।

আসলে মাছকে শুভ বলে মনে করা হয়। মাছ দেখে বা খেয়ে যাত্রা করাকে শুভ বলেই ধরা হয়। অন্যদিকে দেবী দুর্গাকে বাড়ির মেয়ে বলে মনে করা হয়। আর এদিন মেয়ে বাপের বাড়ি থেকে বিদায় নিয়ে কৈলাশে ফিরে যাবে। তাই তাঁর যাত্রা শুভ করার জন্য অনেক বাড়িতেই মাছ এনে তার গায়ে সিঁদুর লাগিয়ে দরজায় ঝুলিয়ে রাখা হতো বা হয়। এবং মনে করা হয় দেবী এই মাছ দেখে যাত্রা দিলে তাঁর যাত্রা শুভ হবে। আর এরপর অনেক বাড়িতেই দুপুরবেলায় মাছের পদ রান্না করা বাধ্যতামূলক ছিল। তাই আপনার বাড়িতেও যদি এই নিয়ম থেকে থাকে, বা নাও থেকে থাকে আজকের দিনে এই মাছের পদ বানিয়ে নিন। রেঁধে ফেলুন একটু অন্যরকমের মাছের পদ, পাঁচফোড়ন রুই।

পাঁচফোড়ন রুইয়ের রেসিপি:

উপকরণ: রুই মাছ, আলু, পটল, টমেটো, লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো, আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা, সর্ষের তেল, পাঁচফোড়ন, তেজপাতা।

পদ্ধতি: সবার আগে রুই মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তাতে নুন হলুদ মাখিয়ে রেখে দিন। অন্তত দশ মিনিট রাখবেন। এরপর কড়াইতে তেল দিন। তেল গরম হলে দশ মিনিট ম্যারিনেট করার পর মাছগুলো ভেজে নিন। তারপর সেই তেলেই ভেজে নিন আলু আর পটল। এরপর সমস্ত কিছু ভাজা হয়ে গেলে সেই তেলেই দিয়ে দিন একে একে আদা বাটা, জিরে বাটা এবং ধনে বাটা। সঙ্গে দিয়ে দিন টমেটো কুচিগুলো। এবার ভালো করে নাড়তে থাকুন। কষতে কষতেই তাতে দিয়ে দিন স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। আবার ভালো করে কষুন। মশলা যখন ভালো করে কষা হয়ে যাবে তাতে দিয়ে দিন দুই কাপ মতো জল। তারপর চাপা দিয়ে ফুটতে দিন ঝোলটা। মিনিট পাঁচ ঝোল ফুটলে ঢাকা সরিয়ে তাতে ভেজে রাখা মাছগুলো এবং আলু পটল দিয়ে দিন। দিয়ে আবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট ফুটতে দিন। ।অন্যদিকে আরেকটি গ্যাসে একটি প্যান বসান। সেখানে তেল দিয়ে তাতে পাঁচফোড়ন আর তেজপাতা দিন। ভালো করে নেরে নিন। তারপর সেটা ঢাকা খুলে মাছের ঝোলে দিয়ে দিন। এরপর আরও কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি পাঁচফোড়ন রুই। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন এটি।

Latest News

ISL শুরুর আগেই ধাক্কা ইস্টবেঙ্গলের… চার মাসের জন্য নির্বাসিত আনোয়ার আলি!-রিপোর্ট মাসে ৭০ কোটির দুর্নীতি! সন্দীপের পিছনে কোন ‘অতি প্রভাবশালী’? যেত বখরা? দেখছে CBI সরকারি হাসপাতালের ভিতরে ইচ্ছামতো ঘুরে বেড়াতে পারেন না সিভিক ভলান্টিয়াররা: CJI নতুন বছর শুরুর ১০৩ দিনেই মারা গিয়েছে ৪৭টি বাঘ, রিপোর্টে চাঞ্চল্য ‘আমি তো ভেবেছিলাম সিওর ছয়!কপাল জোরে বেঁচেছি’…সূর্যর ক্যাচ এখনও চোখে ভাসে পন্তের… মাঠে জমে জল,নেই পর্যাপ্ত পরিকাঠামো! শুরু করা গেল না টেস্ট ম্যাচ!মুখ পুড়ল ভারতের সুপ্রিম কোর্টে সরকার 'মিথ্যে' বলছে, দাবি চিকিৎসকদের,সমর্থনে প্রমাণ পেশ সুদীপ্তার 'রেপ-টেপ সব জায়গাতেই হয়..', আরজি কর ইস্যুতে বেফাঁস ডোনা, তুলোধনা সৌরভ ঘরণীকে! আশ্বিন মাসে কালাষ্টমী কবে? জেনে নিন পুজোর দিন ক্ষণ তিথি ও পুজো পদ্ধতি অভিযোগ নেয় না পুলিশ, কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ভ্রাতৃবধূকে মারধর হোমগার্ডের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.