বাংলা নিউজ > টুকিটাকি > 'Drone' Birds new invention: আপনার বাড়ির উপর দিয়েও ‘ড্রোন’ পাখি উড়তে পারে! বুঝবেন কীভাবে? রইল Viral ভিডিয়ো

'Drone' Birds new invention: আপনার বাড়ির উপর দিয়েও ‘ড্রোন’ পাখি উড়তে পারে! বুঝবেন কীভাবে? রইল Viral ভিডিয়ো

খালি চোখে দেখে বোঝার উপায় নেই, এ পাখি আসল না নকল (Youtube)

'Drone' Birds new invention: খালি চোখে দেখে বোঝার উপায় নেই, এ পাখি আসল না নকল। আপনার উপরেও নজরদারি চালাতে পারে বিশেষ ‘ড্রোন’ পাখি। বুঝবেন কীভাবে?

কয়েক বছর আগে পিটার ম্যাকিনডোর একটি বিশেষ ষড়যন্ত্র তত্ত্বের কথা বেশ বিখ্যাত হয়। তিনি বলেছিলেন ‘পাখিগুলি আসল নয়’ অর্থাৎ আকাশে ওড়া পাখিগুলি কৃত্রিমভাবে তৈরি। কোনও বিশেষ কার্যসিদ্ধি করতেই তাদের বানানো হয়েছে! ষড়যন্ত্র তত্ত্বে বলা হয়েছিল, আমেরিকা সরকার জনসাধারণের উপর নজরদারি চালাতে পাখিগুলি বানিয়েছে। সেই সময় বিপুল‌ পরিমাণে জনপ্রিয় হয়েছিল এই তত্ত্ব‌‌। প্রচুর জনসাধারণ সমর্থন করেছিল এই ভাবনাকে। এমন নজরদারি খুব অস্বাভাবিক মনে হয়নি কারও কাছেই। বিজ্ঞানের নিরিখে যদিও এমন কোনও পদ্ধতি তখনও ছিল না। তবে এখনও হয়েছে।

সম্প্রতি একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে আমেরিকান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোনটস অ্যান্ড অ্যাস্ট্রোনটিকস সাইটেক ফোরামে। সেখানেই একটি বিশেষ পদ্ধতি আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। মৃত সংরক্ষিত পাখিকে নয়া কায়দায় ড্রোনে রূপান্তরিত করা যাবে এই পদ্ধতিতে। নিউ সায়েনটিস্টের প্রতিবেদন অনুযায়ী, নজরদারির কাজে লাগানো যাবে এই মৃত সংরক্ষিত পাখি। গবেষণাপত্রের নেপথ্যে থাকা বিজ্ঞানীরা জানিয়েছেন, পাখির মতো অবিকল দেখতে ড্রোনগুলি গুপ্তচরের কাজে অনেকটাই সুবিধা করে দেবে। এর সাহায্যে নজরদারির কাজেও সুবিধা হবে বলে জানান বিজ্ঞানীরা। মিলিটারিরা সহজেই এর মাধ্যমে নজর রাখতে পারবে যে কোনও জরুরি অবস্থায়।

কীভাবে তৈরি হবে এই ‘ড্রোন’ পাখি?

বিশেষ মডেলের সাহায্যে তৈরি হয় এই পাখি। মৃত পাখিকে সংরক্ষণ করতে হলে তার ভিতরে কিছু নির্দিষ্ট পদার্থ প্রবেশ করানো হয়। যাকে বিশেষ পরিভাষায় ‘স্টাফিং’ বলা হয়। এই ক্ষেত্রে সেই স্টাফিং পদ্ধতিকে কাজে লাগাচ্ছেন বিজ্ঞানীরা। একইসঙ্গে ড্রোন তৈরির জন্য কৃত্রিম পাখা থাকছে। পাখার সাহায্যে উড়তে পারবে মৃত পাখি! এই গবেষণার সঙ্গে জড়িত এক ইঞ্জিনিয়ার সংবাদমাধ্যমকে জানান, আসলে এই পাখিগুলি পুরোপুরি রিমোট কন্ট্রোলে চলবে। রিমোট কন্ট্রোলে চলা ছোট্ট প্লেনের মতোই দেখতে লাগবে পাখিগুলিকে। মানুষ ও পশুপাখির উপর একটি নির্দিষ্ট দূরত্ব থেকে নজরদারি করতে সাহায্য করবে এই ‘ড্রোন’ পাখি।

কীভাবে কাজ করবে এই পাখি?

সে কথাও হাতে কলমে যন্ত্র চালিয়ে দেখিয়ে দেন বিজ্ঞানীরা। তাদের ইউটিউব চ্যানেলে এই সংক্রান্ত একটি ভিডিয়ো আপলোড করেন গবেষকরা। সেখানেই দেখা যায় কীভাবে উড়বে পাখিটি।

 

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup 

বন্ধ করুন