প্রায় প্রত্যেক হিন্দু বাড়িতেই মহাসামারহে প্রতিবছর জন্মাষ্টমী পালন করা হয়। জন্মাষ্টমী হল কৃষ্ণের জন্মদিন। অনেক বাড়িতেই ছোট গোপালের আরাধনা করা হয় তাই গোপালের জন্মদিন উপলক্ষে সুন্দর করে সাজানো হয় বাড়ি। আপনারও যদি এই বছর বাড়ি সাজানোর পরিকল্পনা থাকে কিন্তু ঠিক কীভাবে সাজাবেন সেটা যদি মাথায় না আসে, তাহলে এই প্রতিবেদনে দেওয়া রইল কয়েকটি আইডিয়া।
কাগজ: রংবেরঙের কাগজ দিয়ে শুধু সরস্বতী পুজো নয়, গোপালের পুজোর ডেকোরেশনও করা যায়। দোকান থেকে রংবেরঙের কাগজ এনে সুন্দর করে কেটে তা বিভিন্ন ভাবে সাজিয়ে আপনি ঘর সাজানোর কাজে লাগাতে পারেন। এই ধরুন কাগজ কেটে ময়ূর তৈরি করে আপনার স্নেহের গোপালের পাশে রেখে দিলেন। এছাড়া পূজোর স্থান তুলো, ফুল এবং আলো ব্যবহার করে সাজিয়ে রাখতে পারেন।
(আরও পড়ুন: জন্মাষ্টমীতে শুধু পশ্চিমবঙ্গ নয়, দেখুন ভারতের সেরা ১০টি কৃষ্ণ মন্দির)
পাতা: গাছের পাতা বা কৃত্রিম ফুল ব্যবহার করে গোপাল পূজোর স্থান সাজিয়ে রাখতে পারেন আপনি। যেখানে গোপালকে বসাবেন, তার ব্যাকগ্রাউন্ড সাজানোর জন্য নেটের কাপড়, কৃত্রিম ফুল এবং পাতা ব্যবহার করতে পারেন। যেহেতু কৃষ্ণ ঠাকুরের জন্মদিন, তাই ব্যবহার করতে পারেন বেলুন। বেলুন দিয়ে সাজালে বেশ জন্মদিনের পরিবেশ তৈরি হয়ে যাবে সহজে।
মোমবাতি: মোমবাতি বা লাইট দিয়ে খুব সহজেই সাজিয়ে নিতে পারেন কৃষ্ণ ঠাকুরের পুজোর স্থান। আপনি বাড়িতে যদি কৃষ্ণমূর্তি থাকে, তাহলে তার চারিপাশে মোমবাতি এবং মাটির পাত্র ব্যবহার করে সাজিয়ে রাখতে পারেন। ঘরের অন্যান্য লাইট বন্ধ করে যখন মোমবাতি গুলি জ্বালাবেন, তখন দেখবেন অসম্ভব সুন্দর লাগছে গোটা ঘরটিকে।
(আরও পড়ুন: বাড়িতেই বানান নারকেল নাড়ু ও পাঞ্জিরি, পরিবেশন করুন জন্মাষ্টমীতে)
ফুল: বাজার থেকে বেশ অনেকটা ফুল কিনে এনে গোপাল ঠাকুরের পুজোর স্থান ফুল দিয়ে সাজিয়ে রাখতে পারেন। শুধু পুজোর স্থান নয়, আপনি যদি ব্যাকগ্রাউন্ডও ফুল দিয়ে সাজাতে পারেন তাহলেও ভীষণ সুন্দর লাগবে।