ডেঙ্গি থেকে দূরে থাকতে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। অনেকেই বলছেন, ডেঙ্গা থেকে দূরে থাকতে বাড়িতে জল জমতে দেওয়া যাবে না। জমা জলে মশা ডিম পাড়ে বলে এমন সতর্কতা। তবে বেশ কয়েকটি ঘরোয়া উপায়ে মশার উৎপাত কমানো যায়। দেখে নেওয়া যাক সেই সমস্ত উপায়।
1/5এবার ডেঙ্গির ভ্যাকসিন খুব তাড়াতাড়িই ভারতের বাজারে আসতে চলেছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের সঙ্গে হাতে হাত মিলিয়ে পনাশ বায়োটেক এই ভ্যাকসিন তৈরি করেছে। ভ্যাকসিনটির দ্বিতীয় পর্যায় পর্যন্ত হয়ে গিয়েছে ট্রায়াল। খুব শিগগির তৃতীয় পর্যায়ের ট্রায়াল হবে।
2/5এদিক, মশাবাহিত রোগ ডেঙ্গি থেকে দূরে থাকতে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। অনেকেই বলছেন, ডেঙ্গা থেকে দূরে থাকতে বাড়িতে জল জমতে দেওয়া যাবে না। জমা জলে মশা ডিম পাড়ে বলে এমন সতর্কতা। তবে বেশ কয়েকটি ঘরোয়া উপায়ে মশার উৎপাত কমানো যায়। দেখে নেওয়া যাক সেই সমস্ত উপায়।
3/5মশা দূর করতে লাগান এই গাছ- মশার উপদ্রব দূর করতে বাড়িতে লাগান গাঁদা গাছ। এছাড়াও পুদিনা, লেমন গ্রাস, ক্যাটনিপ, বেসিল, মশা দূর করার ক্ষেত্রে উপকারি। এছাড়াও তুলসী গাছও বাড়িতে রাখলে মশার দাপট কমে বলে মত অনেকের।
4/5লেবু লবঙ্গ- বলা হয়, মশা টক জাতীয় দ্রবের গন্ধ সহ্য করতে পারে না। আর লবঙ্গের গন্ধ মশার সহ্য হয় না। বলা হচ্ছে, লেবুকে কেটে তার ভিতরে লবঙ্গ গুঁজে দিন। এগুলি ঘরের বিভিন্ন স্থানে রেখে দিলে মশার নাচন কমবে!
5/5রসুন- বাড়িতে মশার দাপট বাড়তে থাকলে কয়েক কোয়া রসুন নিয়ে তা থেঁতো করে নিন। এরপর তা জলে ফুটিয়ে নিন। সেই জল ছড়িয়ে দিন ঘরের নানান প্রান্তে। এরপর দেখুন মজা! এছাড়াও লেমনগ্রাস পাতা জলে ফুটিয়ে তা দিয়ে ঘর মুছতে পারেন। কিম্বা সিট্রোনেলা এসেনশিয়াল অয়েল ঘরে থাকলে তা জলে মিশিয়ে তা দিয়ে ঘর মুছতে পারেন। (ডিসক্লেমার: এই প্রতিবেদনে মশা তাড়ানো সম্পর্কিত তথ্য সাধারণ তথ্যের ওপর নির্ভরশীল। বিশদ জানতে বিশেষজ্ঞের পরামর্শ নিন ) ছবি সৌজন্য-Pixabay