বাংলা নিউজ > টুকিটাকি > Diabetes in India: ভারতে ১০ কোটির বেশি ডায়াবিটিসে আক্রান্ত, বলছে রিপোর্ট! পশ্চিমবঙ্গের হাল কেমন
পরবর্তী খবর

Diabetes in India: ভারতে ১০ কোটির বেশি ডায়াবিটিসে আক্রান্ত, বলছে রিপোর্ট! পশ্চিমবঙ্গের হাল কেমন

প্রতীকী ছবি

Diabetes in India: ভারতে বাড়ছে ডায়াবিটিসে আক্রান্তের সংখ্যা। পাওয়া গেল রিপোর্ট। 

ডায়াবিটিস ক্রমশ ভয়ঙ্কর আকার নিচ্ছে। সারা পৃথিবীর চিকিৎসকদের কাছেই ডায়াবিটিস ক্রমশ একটি বড় চ্যালেঞ্জের মতো হয়ে দাঁড়াচ্ছে। ডায়াবিটিস শুধু নিজেই সমস্যার সৃষ্টি করে না, তার সঙ্গে অন্য ঝামেলাগুলিকেও বাড়িয়ে দেয়। আর সেই কারণেই ডায়াবিটিস নিয়ে এত চিন্তা চিকিৎসকদের। ভারতও এর ব্যতিক্রম নয়। হালে সামনে এল ভারতে ডায়াবিটিস রোগের পরিসংখ্যান। আর সেটিও রীতিমতো কপালে চিন্তা ভাঁজ ফেলেছে সকলের। 

সম্প্রতি আইসিএমআর বা ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চের সঙ্গে ইন্ডিয়া ডায়াবিটিসের যৌথ উদ্যোগে ভারত জুড়ে চালানো হয়েছে এই সমীক্ষা। আর তাতেই উঠে এসেছে ভারতে ডায়াবিটিসের ছবিটি। এই রিপোর্ট ছাপা হয়েছে ল্যানসেট জার্নালে। কী বলা হয়েছে সেখানে?

রিপোর্ট থেকে জানা যাচ্ছে, ভারতের প্রায় ১১.৪ শতাংশ মানুষই ডায়াবিটিসে আক্রান্ত। সংখ্যার নিরিখে সেটি প্রায় ১০.১ কোটি। কিন্তু তাতেও শেষ নয়। এই সংখ্যাটি হল তাঁদের, যাঁরা ইতিমধ্যেই চিকিৎসাশাস্ত্রের বিচারে ডায়াবিটিয়সে আক্রান্ত হয়ে গিয়েছেন। এর বাইরে আছেন তাঁরা, যাঁদের ডায়াবিটিস হওয়ার পথে। দেশের জনসংখ্যার প্রায় ১৫.৩ শতাংশ অর্থাৎ ১৩.৬ কোটি মানুষ ডায়াবিটিসে আক্রান্ত হওয়ার পথে। এমনই বলছে পরিসংখ্যান। 

২০০৮ সালে এই পরিসংখ্যানের কাজ শুরু হয়। ২০২০ সালে এই কাজ শেষ হয়েছে। ২০ বছরের উপরে যাঁদের বয়স তাঁধের নিয়েই এই সমীক্ষা চালানো হয়েছে। ৩১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে হয়েছে এই সমীক্ষা। 

এই রিপোর্ট থেকে আরও কয়েকটি বিষয় জানা গিয়েছে। ভারতের কোন কোন রাজ্যে ডায়াবিটিস সংক্রান্ত সমস্যা কেমন অবস্থায় রয়েছে, তাও টের পাওয়া গিয়েছে এখান থেকে। কোন রাজ্যের অবস্থা কেমন? দেখে নেওয়া যাক, এক ঝলকে। 

সবচেয়ে খারাপ অবস্থা গোয়ার। এই রাজ্যের মোট জনসংখ্যার ২৬.৪ শতাংশ মানুষ ডায়াবিটিসে আক্রান্ত। এর পরেই রয়েছে পুদুচেরি। সেখানকরা মোট জনসংখ্যার ২৬.৩ শতাংশ মানুষ ডায়াবিটিসে আক্রান্ত। কেরল, চণ্ডীগড় এভং দিল্লি রয়েছে এর পরেই। সেখানকার মোট জনসংখ্যার নিরিখে ডায়াবিটিসে আক্রান্ত মানুষের সংখ্যা যথাক্রমে ২৫.৫ শতাংশ, ২০.৪ শতাংশ এবং ১৭.৮ শতাংশ।

এই তালিকায় পশ্চিমবঙ্গের অবস্থা তুলনায় ভালো জায়গায় রয়েছে। এই রাজ্যের মোট জনসংখ্যার ১৩.৭ শতাংশ মানুষ ডায়াবিটিসে আক্রান্ত। তবে এই তালিকার সবচেয়ে ভালো জায়গায় রয়েছে উত্তরপ্রদেশ। এই রাজ্যের মাত্র ৪.৮ শতাংশ মানুষ ডায়াবিটিসে আক্রান্ত বলে জানিয়ে পরিসংখ্যান।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup 

 

Latest News

অতি ভারী বৃষ্টি ৯ জেলায়, শনিতে বইবে ঝোড়ো হাওয়াও, বিশ্বকর্মা পুজোয় এরকমই হবে? বৃষ্টিস্নাত দিল্লিতে যেন দীপাবলি! ‘হিরোর’ বরণ পেয়ে কেজরি বললেন ‘জেলের গরাদও….’ ১৭টি ছক্কা, ৫টি চার! মাত্র ৩৩ বলে সেঞ্চুরির গণ্ডি টপকে তাণ্ডব আইপিএল তারকার পুজোর গান গেয়ে ট্রোলড বাবুল!‘আমরা সফট টার্গেট বলেই…’, ফুঁসে উঠলেন তৃণমূলের বাবুল CPM বিধায়কদের সঙ্গে বৈঠক, বিয়েবাড়ির ভেজ কাউন্টার- একাকী মমতার ছবিতে মিমের বন্যা আগামী পাঁচ বছরের মধ্যে বৃষ্টিপাত ও আবহাওয়া নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা ভারতের ১৯৮৪তে ছিনতাই হওয়া বিমানে ছিলেন বাবা, সেদিনের চমকে দেওয়া ঘটনা সামনে আনলে জয়শঙ্কর বেস কিচেন পালটেগেল ক্লাউড কিচেনে, মুম্বই থেকে পরিবর্তন শুরু ভারতীয় রেলে বেঁচে আছেন লাদেন পুত্র, সলতে পাকাচ্ছেন বাবার সংগঠনে, নিরাপত্তায় ৪৫০ যোদ্ধা বিশ্বব্যাপী ৩০ শতাংশ কর্মী ছাঁটাই করবে স্যামসাং, প্রভাব পড়বে ভারতেও

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.