আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হ অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার শেন ওয়ার্নের। কিন্তু কেন হঠাৎ এই আচমকা হার্ট অ্যাটাক? উঠে আসছে নানা তত্ত্ব।
এর আগেও বারবার অসুস্থ হয়ে পড়েছেন ওয়ার্ন। একদিকে যেমন তিনি বারবার খবের এসেছেন জীবনযাপনের বেনিয়মের জন্য, তেমনই আবার স্বাস্থ্যচর্চা করেও সকলকে চমকে দিয়েছেন তিনি। কয়েক বছর আগেই ঝরিয়ে ফেলেছিলেন বিপুল মেদ। তখনও অনেেই বলেছিলেন, তারকা ক্রিকেটার বোধহয় নিজের স্বাস্থ্য সম্পর্কে খুবই সচেতন হয়ে পড়েছেন।
যদিও স্বাস্থ্যের যত্ন নিতে পারেননি এই তারকা। কয়েক বছর পরেই আক্রান্ত হন কোভিডে। বেরিয়ে পড়ে স্বাস্থ্যের বেহাল দশা। ভেন্টিলেশনে দিতে হয় তাঁকে। তার পরে মাত্র ৪ দিন আগেই তিনি জানিয়েছিলেন, আবার স্বাস্থ্যচর্চা শুরু করেছেন। সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, তার ১০ দিন আগে থেকেই ওজন ঝরানো শুরু হয়ে গিয়েছে।
সেই পোস্টের সঙ্গে দিয়েছিলেন পুরনো একটি ছবি। সেই ছবিতে তাঁর পেশিবহুল চেহারা দেখা যাচ্ছে। তার সঙ্গে লিখেছিলেন, আগামী জুলাইয়ের মধ্যেই সেই পুরনো চেহারায় ফিরে যেতে চান তিনি।
শেন ওয়ার্নের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরে অনেকেই প্রশ্ন তুলেছেন তাঁর ওজন কমানোর এউ প্রক্রিয়া নিয়ে। তাহলে কি দ্রুত ওজন কমাতে গিয়েই এই কাণ্ড হল? প্রশ্ন উঠেছে নানা মহলেই।
চিকিৎসকদের তরফে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি। সেই তথ্য পাওয়া গেলে পরিষ্কার হবে, কেন অকালে চলে যেতে হল শেন ওয়ার্নকে।