ইতিহাস তৈরি করলেন দ্বীপান্বিতা দাস। এতদিন তিনি কেবলমাত্র পণ্যবাহী ট্রেন চালাতেন। এবার তিনি যাত্রীবাহী ট্রেন চালানো শুরু করেছেন। নজির গড়লেন দ্বীপান্বিতা। এমনটাই দাবি করা হয়েছে এক্স হ্যান্ডেলের একটি পোস্টে। তাঁর সহকর্মীরা তাঁর প্রশংসায় পঞ্চমুখ। তাঁদের মতে দীপান্বিতা অত্যন্ত শান্ত। তবে তিনি ইতিমধ্যেই সংবাদমাধ্যমে জানিয়েছিলেন, দায়িত্ব অনেকটাই বেশি। পণ্যবাহী গাড়ির তুলনায় প্যাসেঞ্জার ট্রেনে। প্রতিটি সময়ে সতর্ক থাকতে হয়।টেনশন একটু থাকে। কিন্তু আমি ভয় পাই না।
২০০৩ সালে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট হিসাবে তিনি চাকরিতে যোগ দিয়েছিলেন। প্রথম দিকে তিনি আদ্রা ডিভিশনে চাকরি করতেন। পরবর্তীকে তাঁকে খড়্গপুর-অন্ডাল ডিভিশনে বদলি করা হয় তাঁকে। সেটা দক্ষিণ পূর্ব রেল। এরপর সেখানে তাঁকে মালগাড়ির লোকো পাইলটের দায়িত্ব দেওয়া হয়।
এরপর আর পেছন ফিরে তাকাননি তিনি।
দীপান্বিতা দাস। কার্যত নজির তৈরি করেছেন তিনি। ১০ বছর ধরে তিনি টানা মালগাড়ি চালিয়েছিলেন। তারপর তিনি দক্ষিণ পূর্ব ডিভিশনের প্রথম মহিলা লোকো পাইলট হিসাবে দায়িত্ব পান। আর সেই দায়িত্ব তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে পালন করছেন।
একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর, তাঁর স্বামীও রেলে কর্মরত। অত্যন্ত দক্ষতার সঙ্গে লোকো পাইলটের দায়িত্ব পালন করেন তিনি। নারীরা যে কোনও ক্ষেত্রেই আর পিছিয়ে নেই সেটাই আরও একবার প্রমাণ করে দিলেন দীপান্বিতা দাস। বাঙালি নারীর এই সাফল্য নিয়ে চর্চাও চলছে পুরোদমে।
তবে মহিলারা বর্তমানে বিমানও চালাচ্ছেন। এয়ার ইন্ডিয়াবিগত দিনে এই মহিলা পাইলটদের সংখ্যা জানিয়েছিল। ১,৮২৫ জনের মধ্যে ১৫%-ই মহিলা বিমানচালক। নারী দিবসে, কর্মসংস্কৃতির একটি ছবি তুলে ধরল এয়ার ইন্ডিয়া। তাদের দাবি, কোনও এয়ারলাইনে মহিলা পাইলটের সংখ্যার নিরিখে, তারাই এক নম্বরে। ২০২৩ সালে তারা এই পরিসংখ্যান দিয়েছিলেন।
তারা জানিয়েছিলেন, সব মিলিয়ে এয়ার ইন্ডিয়ার প্রতি ১০ জন কর্মীর মধ্যে ৪-৫ জন মহিলা কাজ করেন। ১,৮২৫ জন পাইলটের মধ্যে ২৭৫ জন মহিলা।
সেই বছর আন্তর্জাতিক নারী দিবসে, টাটা গোষ্ঠীর মালিকানাধীন এয়ার ইন্ডিয়া, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এবং এয়ারএশিয়া ইন্ডিয়া মোট ৯০টিরও মহিলা ক্রু-চালিত উড়ান সম্পন্ন করে। মার্চের শুরু থেকেই দেশ ও বিদেশের বিভিন্ন প্রান্তে যাত্রীদের পৌঁছে দিচ্ছেন মহিলা পাইলটরা।
এদিকে ভারতীয় নারীরা বার বারই বিভিন্ন ক্ষেত্রে তাদের সাফল্যের নজির রেখেছেন। কেউ চালিয়েছেন বিমান।কেউ আবার চালাচ্ছেন ট্রেন। সংসার সামলেও তাঁরা বিজয়িনী।