বলা হচ্ছে, দিওয়ালির সময় ঘর পরিষ্কার করে সেখান থেকে... more
বলা হচ্ছে, দিওয়ালির সময় ঘর পরিষ্কার করে সেখান থেকে যদি কয়েকটি জিনিস সরিয়ে দেওয়া হয়, তা হলে মা লক্ষ্মীর কৃপা বর্ষণ কেউ রুখতে পারবে না। দিওয়ালির সময় কোন কোন জিনিসগুলি ঘর থেকে সরিয়ে ফেললে তা সৌভাগ্য সমৃদ্ধি নিয়ে আসে, তা দেখে নেওয়া যাক একনজরে।
1/7সামনেই দিওয়ালি ও ভাইফোঁটা। উৎসবের মরশুমে বাড়িতে লোকজন আসা লেগেই থাকে। এদিকে, ঘরদোর গোছানো না থাকলে অস্বস্তি থাকে। তাই উৎসবের দিনে ঘরদোর পরিষ্কার করা, তা ধুয়ে মুছে রাখা জরুরি। আর এই পরিচ্ছন্নতার সঙ্গেই সংযুক্ত রয়েছে টাকা কড়ি , অর্থ সম্পত্তির ভাগ্য। ভাবছেন কীভাবে তা হতে পার? ছবি-ইনস্টাগ্রাম
2/7বলা হচ্ছে, দিওয়ালির সময় ঘর পরিষ্কার করে সেখান থেকে যদি কয়েকটি জিনিস সরিয়ে দেওয়া হয়, তা হলে মা লক্ষ্মীর কৃপা বর্ষণ কেউ রুখতে পারবে না। দিওয়ালির সময় কোন কোন জিনিসগুলি ঘর থেকে সরিয়ে ফেললে তা সৌভাগ্য সমৃদ্ধি নিয়ে আসে, তা দেখে নেওয়া যাক একনজরে।
3/7ভাঙা মূর্তি বা কাচ- দিওয়ালির আগে বাড়িতে ঠাকুর দেবতার ভাঙা কোনও মূর্তি থাকলে তা সরিয়ে দিন। এছাড়াও ভাঙা কাচের কোনও জিনিসপত্র থাকলে, তা সঙ্গে সঙ্গে সরিয়ে দিন। এতে উন্নতি সাধনের রাস্তা কেউ রুখতে পারবে না।
4/7ভাঙা আসবাব- বাড়িতে যদি ভাঙা আসবাব থাকে, তাহলে তা সরিয়ে দিন তৎক্ষণাৎ। এতে ভাগ্যের দুর্গতি লেগেই থাকে। যদি আসবাব ভেঙে থাকে, তাহলে তা সারিয়ে ফেলুন। ঘরে লক্ষ্মীর কৃপা বর্ষণ হবে।
5/7ঘড়ি- পুরনো ঘড়ি, যা কাজ করছে না , তা সরিয়ে দিন বাড়ি থেকে। এমন কোনও গেজেট যা নষ্ট হয়ে গিয়েছে, অথচ বাড়িতে রয়েছে, তা সরিয়ে দিন বাড়ি থেকে। এতে সৌভাগ্যের পথে অন্তরায় তৈরি হয়।
6/7গয়না পরিষ্কার- দিওয়ালির সময় গয়না পরিষ্কার করা খুবই শুভ বলে মনে করা হয়। হলুদ বা কোনও ঘরোয়া উপায়ে সোনার গয়না পরিষ্কার এই সময় জরুরি। এছাড়াও রুপোর গয়নাও পরিচ্ছন্ন করে আলমারিতে রাখতে ভুলবেন না।
7/7ঝাঁটা- দিওয়ালির সময় পুরনো ঝাঁটা সরিয়ে নতুন ঝাঁটা ব্যবহারে সংসারে আর্থিক স্বচ্ছ্বলতা বেড়ে যায়। এতে সংসারে সৌভাগ্য বৃদ্ধি হতে থাকে। আসে সুসময়। (এই আলেখ্য মান্যতা নির্ভর। এর তথ্য নিশ্চিত করে না হিন্দুস্তান টাইমস বাংলা) ছবি সৌজন্য- Pixabay