আমন্ড ত্বকের জন্য খুব উপকারী। একাধিক ভিটামিন ও মিনারেলের যোগান দেয়। টোনার দিয়ে খুব সহজে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন টোনার। দেখুন কীভাবে বানাবেন-
1/5ত্বকের আর্দ্রতা বজায় রাখার জন্য টোনার ব্যবহার করা জরুরি। সঙ্গে এটি স্কিনের পিএইচ ব্যালেন্স ধরে রাখতেও সাহায্য করে। ত্বক টানটান থাকে। নিয়মিত টোনার ব্যবহার করলে ত্বক ধীরে-ধীরে উজ্জ্বল হতে শুরু করে। তাই ফেসওয়াশ বা ক্লিনজিং মিল্ক দিয়ে মুখ ধোওয়ার পর অবশ্যই টোনার লাগান।
2/5চাইলে আমন্ড দিয়ে বাড়িতেই আপনি টোনার বানিয়ে নিতে পারেন। আমন্ডের দুধ ত্বকের আদ্রতা ধরে রেখতে ও নরম রাখতে সাহায্য করে ত্বক। সঙ্গে একাধিক ভিটামিন ও মিনারেলের যোগান দেয় ত্বকে। ভিটামিন ই, সি, বি ৬, ক্যালসিয়াম, জিঙ্ক, ম্যাগনেসিয়ামের খুব ভালো উৎস আমন্ড। সঙ্গে ত্বককে ভিতর থেকে পরিষ্কারও করে।
4/5তারপর ছেঁকে আমন্ডের দুধ আলাদা করে নিন। আরও ৩ চামচ গোলাপ জল মেশান। এবার তা একটা স্প্রে বোতলে ভরে নিন। ফ্রিজে রেখে আপনি এটি ৭দিন অবধি ব্যবহার করতে পারেন।
5/5এবার দিনে ৩-৪বার মুখে স্প্রে করুন। শুষ্ক ত্বকের সমস্যা দূর করবে এটি। ব্রণর দাগ কমাবে। বলিরেখা পড়া আটকাবে। সান ট্যান থেকেও মুক্তি মিলবে। তাই এই টোনার অবশ্যই ব্যবহার করুন।