Hair Fall Remedies: চুল পড়ার সমস্যা নিয়ে জেরবার? বাড়িতেই বানিয়ে নিতে পারেন শ্যাম্পু। বানাতে বেশি সময়ও লাগবে না।
1/7চুল পড়া কিছুতেই থামাতে পারছেন না? বহু দিন ধরেই নানা ধরনের শ্যাম্পু বা তেল ব্যবহার করে ফেলেছেন, তবুও কোনও উপকার পাননি? তাহলে আপনার এই সমস্যার সমাধান এবার সহজেই করতে পারেন। দরকার হবে একটি বিশেষ শ্যাম্পুর।
2/7তবে এই শ্যাম্পুটি দোকান থেকে কেন নয়। এটি আপনাকে বাড়িতেই বানিয়ে নিতে হবে। এতে চুল পড়ার কমে যাওয়ার ভালো সম্ভাবনা রয়েছে।
3/7চুল পড়া আটকানোর এই শ্যাম্পু কীভাবে বাড়িতে বানাবেন? কীকী উপকরণ লাগবে তাতে? জেনে নিন পুরোটাই। আর মনে রাখবেন, এই শ্যাম্পুর প্রায় কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই। ফলে কোনও ক্ষতির আশঙ্কা নেই বললেই চলে।
4/7এই শ্যাম্পু বানাতে প্রথম যে উপকরণটি লাগবে, সেটি হল রিঠা। রিঠা বা রিঠে ফল যে কোনও দশকর্মার দোকানে কিনতে পারবেন। এক রাত আগে জলের মধ্যে এই রিঠা ফল ভিজিয়ে রাখুন। তার পরে সকালে রিঠার থেকে সেই বীজ বার করে নিন। এবার রিঠাটি চটকে ভালো করে সাবান তৈরি করে নিন।
5/7এর সঙ্গে লাগবে কিছুটা জবাফুলের পাপড়ির পেস্ট। ফুল ভালো করে পেস্ট করে নিন। তার পরে সেটি ওই রিঠার জলের সঙ্গে মিশিয়ে নিন। আপনার শ্যাম্পু তৈরি।
6/7এবার এই মিশ্রণটিকে শ্যাম্পুর মতো করে ব্যবহার করুন। এতে ফ্যানার পরিমাণ একটু কম হতে পারে, কিন্তু তাতে কোনও অসুবিধা হবে না। ভালো করে তার পরে ধুয়ে নিন।
7/7ঘরোয়া পদ্ধতিতে বানানো এই শ্যাম্পু নিয়মিত ব্যবহার করলে চুল পড়া অনেকটাই কমে যেতে পারে। কয়েক সম্পাহেই পেতে পারেন এর সুফল। তবে কোনও সমস্যায় অবশ্যই একজন ত্বক বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে নেওয়া দরকার।