শীতে আপনার ত্বকে প্রাণ ফিরিয়ে আনবে আপনারই হাতে বানানো নাইট ক্রিম। দেখুন কীভাবে বানাবেন আর কী কী লাগবে।
1/5শীতকালে ত্বক শুকনো আর খসখসে হয়ে পড়া খুব সাধারণ একটা সমস্যা। নানা ধরনের ক্রিম মেখেও অনেকসময় হাল শুধরোয় না ত্বকের। তবে চাইলে আপনি ঘরে তৈরি এই নাইটক্রিমের সাহায্য নিতে পারেন। দিন পনেরো একটানা ব্যবহার করলে নিজেই বুঝতে পারবেন উপকারিতা।
2/5কী কী লাগবে? DIY Night Cream বানাতে আপনার প্রয়োজন আমন্ড, যা ত্বকের জন্য ভীষণ উপকারী। সঙ্গে লাগবে গোলাপ জল, আমন্ড অয়েল, অ্যালোভেরা জেল আর ভিটামিন ই ক্যাপসুল। প্রসঙ্গত, ক্রিম বানাতে প্রয়োজনীয় বাটি, চামচ, মিক্সির কনটেনার গরম জলে ফুটিয়ে নেবেন। এতে কোনও জীবানু থাকলে তা নষ্ট হয়ে যাবে।
3/5১০-১২টা আমন্ড নিয়ে সারারাত ভিজিয়ে রাখুন। এবার পরদিন সকালে খোসা ছাড়িয়ে নিন। তারপর মিক্সিতে দিয়ে তার সঙ্গে ১ টেবিল চামচ গোলাপ জল মেশান। এবার মিশ্রণটি ছেঁকে নিয়ে একটা পরিষ্কার বাটিতে রাখুন। তারপর ২ চা চামচ আমন্ড অয়েল, ২ চা চামচ অ্যালোভেরা জেল, ২ টো ভিটামিন ই ক্যাপসুল থেকে তেল বের করে আমন্ডের পেস্টের সঙ্গে মেশান। এবার সমস্তকিছু মেশানো হয়ে গেলে একটা কৌটয় ভরে নিন। ফ্রিজে রাখুন। এভাবে বানিয়ে দিনসাতেক রাখতে পারবেন।
4/5প্রতিদিন রাতে ক্লেনজার দিয়ে মুখ ধুয়ে নিন। তারপর টোনার লাগান। চাইলে ফেস মিস্টও লাগাতে পারেন। বাড়িতে চালের জল দিয়ে ফেসমিস্ট বানিয়ে নিতে পারেন। তারপর সিরাম লাগান। ও সবশেষে লাগান আমন্ড দিয়ে তৈরি এই নাইট ক্রিম।
5/5শুষ্ক ত্বকের জন্য খুব উপকারি আমন্ড। সঙ্গে স্কিনের র্যাশ বা রেডনেস থাকলেও খুব কাজে আসে। মসৃণ ত্বক পেতে সাহায্য করে। একটা গ্লো নিয়ে আসে। এমনকী, ত্বককে ট্যানের হাত থেকেও বাঁচায়।