করোনার তৃতীয় ঢেউয়ে পার্লার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। শুধু বাংলা নয়, দেশের বেশ কয়েকটি রাজ্যেও বন্ধ রয়েছে পার্লার, জিম, সুইমিং পুল। তবে জানুয়ারির শেষ সপ্তাহ থেকেই বিয়ের মরশুম শুরু। কারও নিজের বিয়ে আবার কারও পরিবারের কোনও আত্মীয় বা ঘনিষ্ঠ বন্ধুর বিয়ে। তাই মন খারাপ ফেসিয়াল হবে না বলে! তবে চাইলে আপনি বাড়িতেই ফেসিয়াল করে ফেলতে পারেন মাত্র ২০ মিনিটে। দেখুন কী করবেন।
ঘরে থাকা নানা উপকরণ দিয়েই করে ফেলতে পারবেন এই ফেসিয়াল--
মুখ পরিষ্কার করা
কমলালেবুর খোসা গুঁড়ো করে নিন। এবার তার সঙ্গে হলুদ গুঁড়ো মেশান। তারপর তাতে গোলাপজল মিশিয়ে একটা পেস্ট তৈরি করুন। যা মুখে অল্প জলের ছিটে দিয়ে হালকা হাতে ম্যাসাজ করুন। ২-৩ মিনিট পর ঠান্ডা জলে মুখ ধুয়ে নিন।
স্ক্রাবার
ঘরেই তৈরি করে নিতে পারেন স্ক্রাবার। চিনি, হলুদের গুঁড়া, অলিভ অয়েল এবং আপনার পছন্দের এসেনশিয়াল অয়েল মেশান। তারপর তা দিয়ে মুখে মালিশ করে জল দিয়ে ধুয়ে নিলেই হবে।
টোনার
টোনার হিসেবে গোলাপ জল বা নিম পাতার জল ব্যবহার করতে পারেন।
ফেস প্যাক
এটি ফেসিয়ালের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। যার মধ্যে আপনি হলুদ গুঁড়ো, ময়দা, মধু এবং দই মেশান। তারপর তা অন্তত ১০ মিনিট মুখে লাগিয়ে রাখুন। সবশেষে উষ্ণ জলে মুখ ধুয়ে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।