অক্টোবরের শেষ থেকেই ত্বকে টান ধরতে শুরু করে। বিশেষ করে যাদের ত্বক একটু শুষ্ক প্রকৃতির। এক্ষেত্রে মাসে অন্তত দু দিন ঘরে দুধের সর পেতে তা দিয়ে ফেসিয়াল করুন। আসলে, ত্বক ভালো রাখতে বেশিরভাগ সময়ই মানুষ পার্লারে ছোটে। কিন্তু আপনি চাইলে ঘরেই করতে পারবেন ফেসিয়াল। ঘরোয়া টোটকা দিয়েই আপনি পেতে পারেন দুর্দান্ত গ্লো।
মালাই দিয়ে ফেসিয়াল কীভাবে করবেন
দুধের থেকে সর তুলতে পারেব কমবেশি সকলেই। আর এই সর বা মালাই দিয়েই ফেসিয়াল করার সম্ভব। বিশেষ করে শীত আসার আগের মরশুমে যখন ত্বকে বেশ টান ধরতে শুরু করেছে তখন। এতে আপনার মুখের কোমলতা যেমন বজায় থাকবে, তেমনই গায়ের রং ফরসা করতেও সাহায্য করবে।
দুধ জ্বাল দিয়ে রেখে দিতে হবে ঠান্ডা করার জন্য। তারপর ফ্রিজে রাখুন ৬-৭ ঘণ্টা। তাহলেই দেখবেন দুধের উপরে মালাইয়ের মোটা পরত পরেছে। এবার এটাকে তুলে নিন। ফ্রিজে দু-তিন দিনের সর জমিয়ে রাখলেই ফেসিয়াল করতে পারবেন।
স্টেপ ১: ১ চামচ দুধের সরের সঙ্গে এক চিমটে হলুদ মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিন। এবার এটা গোটা মুখে ম্যাসাজ করুন মিনিট দুই। তারপর হালকা গরম জল দিয়ে ধুয়ে নিন।
স্টেপ ২: ক্লিনজিং-এর পর এক্সফোলিয়েশন করার জন্য দুধের সরের সঙ্গে চালের গুঁড়ো মেশান। এবার তা দিয়ে ভেজা মুখে হালকা হাতে স্ক্রাবিং করে নিন। কিছুক্ষণ পর ধুয়ে নিন মুখ।
স্টেপ ৩: ম্যাসাজ করার জন্য মালাইয়ের সঙ্গে গোলাপ জল মেশান। এবার তা দিয়ে সারা মুখে ৮-১০ মিনিট ম্যাসাজ করে নিন। তারপর একটা ভেজা তোয়ালে দিয়ে মুখ মুছে নিন।
স্টেপ ৪: এবার ফেসপ্যাক বানাতে দুধের সরের সঙ্গে মেশান ১ চামচ মধু আর ১ চিমটে হলুদ। এবার তা ভালো করে মিশিয়ে নিয়ে মুখে লাগিয়ে রাখুন ৩০ মিনিট। তারপর মুখ ধুয়ে ফেলুন।
সবশেষে টোনার লাগালেই আপনার ফেসিয়াল শেষ।