1/7স্বামী-স্ত্রীর মধ্যে দূরত্ব তৈরি হচ্ছে? খিটখিট লেগেই আছে? কারণে অকারণে কথা বন্ধ হয়ে যাচ্ছে? তার পরে আর কথা শুরু করার শক্তিই পাচ্ছেন না? এই সমস্যার সমাধান আছে। কয়েকটি কাজ করলেই এই সমস্যাগুলি চলে গিয়ে আবার আগের জীবন ফিরে পেতে পারেন। দু’জনের মধ্যে আবার ফিরে আসতে পারে আনন্দের মুহূর্ত।
2/7দাম্পত্য বা প্রেমের সম্পর্ক আনন্দে ভরিয়ে রাখবেন কীভাবে? প্রতি রাতে নিয়ম করে কয়েকটি কাজ করুন। তাতেই ভালো থাকবে জীবন। কী কী করবেন, দেখে নিন।
3/7সারা দিন বেদম খাটুনি গিয়েছে? এই খাটুনি, এই ক্লান্তিই হয়তো আপনার সম্পর্কে দূরত্ব নিয়ে আসার পিছনে বড় কারণ। এই সমস্যা কাটিয়ে উঠতে, রাতে মুখোমুখি বসুন। নিখাদ গল্প করুন দু’জনে। তাতে কমবে সমস্যা, কমবে দূরত্ব।
4/7রাতে ফোনটি বন্ধই থাক না। অফিসের কাজ, বন্ধুদের মেসেজ, পারিবারিক সমস্যা থেকে রাতটুকু একটু দূরে থেকেই দেখুন না। হয়তো দাম্পত্যে ফিরে আসবে পুরনো আনন্দ। অন্য সব কিছু থেকে দূরে চলে গিয়ে মন দিন আপনার সঙ্গী বা সঙ্গিনীর দিকে।
5/7শুধু ভালোবাসলেই হবে না, সেই ভালোবাসা প্রকাশ করারও দরকার আছে। সময়ে অসময়ে সেই ভালোবাসার কথাটি বলে উঠুন। বিশেষ করে রাতে। একান্তে সময় কাটানোর সময়ে ‘আই লাভ ইউ’ বলে চমকে দিয়ে দেখুন। হয়তো সম্পর্ক আগের মতোই আনন্দদায়ক হয়ে উঠবে।
6/7সম্পর্কে দূরত্ব বেড়েই চলেছে? একটি চুম্বন, একবার জড়িয়ে ধরা বা একবার হাত ধরাই সেই দূরত্ব কমিয়ে দিতে পারে। রাতে এইটুকু করুন। তাতেই হয়তো কমে যাবে বহু সমস্যা। ফিরে আসবে আগের প্রেম।
7/7শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ। আপনি কি জানেন, রাতের খাবার একসঙ্গে খেলে কমে যেতে পারে বহু সমস্যাই? তাই রাতের খাবারটা অবশ্যই একসঙ্গে খান। তাহলেই হয়তো দেখবেন দূরত্ব অনেক কমে গিয়েছে। দাম্পত্য সুন্দর হয়ে উঠেছে।