বিয়ের দিন নিজেকে সব থেকে সুন্দরী দেখতে লাগবে, এই স্বপ্ন থাকে সকলেরই মনে। তবে অনেকেই আছেন যারা কাজের চাপে বিয়ের এক সপ্তাহ আগে থেকে শুরু করেন ত্বকের যত্ন নেওয়া। এটি কিন্তু একেবারেই উচিত নয়। আপনি যদি বিয়ের দিন নিজেকে সুন্দর দেখতে চান, তাহলে অন্ততপক্ষে এক মাস আগে থেকেই নিজের প্রতি যত্ন নেওয়ার কথা চিন্তা-ভাবনা শুরু করতে হবে।
৬ প্রি ব্রাইডাল ট্রিটমেন্ট
লেজার হেয়ার রিডাকশন: শরীর থেকে অবাঞ্ছিত লোম বা চুল সরিয়ে দেওয়ার জন্য লেজার হেয়ার রিডাকশন ট্রিটমেন্ট ভীষণ উপকারী। ওয়াক্সিং বা শেভিং করলে অনেক সময় ত্বক কালো হয়ে যেতে পারে। আপনি যদি পেশাদার চর্মরোগ বিশেষজ্ঞের কাছে গিয়ে এই ট্রিটমেন্ট করাতে পারেন, তাহলে কোনও সমস্যাই হবে না আপনার।
(আরও পড়ুন: ঘি তৈরি করতে আর লাগবে না দুধ, কীভাবে বানাবেন? দেখে নিন চট করে)
বডি পলিশিং: অনেকেই বিয়ের আগে শুধুমাত্র ফেসিয়াল করেন। কিন্তু আপনি যদি ত্বকের যত্ন নিতে চান তাহলে মুখের পাশাপাশি আপনাকে গোটা শরীরের ত্বকের প্রতি খেয়াল রাখতে হবে।বিয়ের আগে বডি পলিশিং করলে মুখের পাশাপাশি আপনার শরী্রের ত্বকও হয়ে উঠবে উজ্জ্বল।
কেরাটিন ট্রিটমেন্ট: বিয়ের দিন রুক্ষ শুষ্ক চুল থাকলে তা একেবারেই দেখতে ভালো লাগবে না। বিয়ের অন্ততপক্ষে কিছুদিন আগেই আপনাকে করে ফেলতে হবে কেরাটিন ট্রিটমেন্ট। এই ট্রিটমেন্ট করলে আপনার চুল হয়ে উঠবে সিল্কি, তাতে আপনাকে দেখতেও লাগবে সুন্দর।
(আরও পড়ুন: শীত শুরু হওয়ার আগেই কিনে ফেলুন এই তেল, মুক্তি পাবেন শুষ্ক ত্বকের সমস্যা থেকে)
দাঁতের যত্ন: বিয়ের দিন মুখে নিখুঁত হাসি না থাকলে ছবি একেবারেই ভালো আসবে না। বিয়ের কিছুদিন আগে তাই একবার হলেও ডেন্টিস্ট- এর কাছে ঘুরে আসবেন। দাঁত যদি সাদা ঝকঝকে হয়, তাহলে আপনার ছবিও আসবে সুন্দর।
নখের যত্ন: বিয়ের আগে যে কোনও পার্লারে গিয়ে আপনি নেল এক্সটেনশন করতে পারেন। পছন্দমতো ডিজাইন বেছে নিয়ে মনের মতো নেল আর্ট করাতে পারেন আপনি।
মুখের যত্ন: বিয়ের আগে চর্মরোগ বিশেষজ্ঞের কাছে গিয়ে নিজের ত্বকের চিকিৎসা করিয়ে আনতে পারেন। ত্বকে যদি কোনও বলিরেখা বা সাদা দাগ থাকে, তাহলে তা আগে থেকেই চিকিৎসা করিয়ে নেওয়া প্রয়োজন।