বাংলা নিউজ > টুকিটাকি > Coriander Leaves: বাজার থেকে ধনেপাতা আনার ক’দিনের মধ্যেই পচে যায়? জানুন টাটকা রাখার উপায়

Coriander Leaves: বাজার থেকে ধনেপাতা আনার ক’দিনের মধ্যেই পচে যায়? জানুন টাটকা রাখার উপায়

ধনেপাতা টাটকা রাখার সহজ উপায়

Coriander Leaves: স্বাদ বা গন্ধ বাড়াতে রান্নায় ধনেপাতা ব্যবহার করেন? কিন্তু বাজার থেকে ধনেপাতা আনার কদিনের মধ্যেই নেতিয়ে যায়। সতেজ রাখুন এভাবে।

সাধারণ ডাল কিংবা মাংস বা মাছের ঝোল অথবা ফুচকা কিংবা অন্য কিছুতে ধনেপাতা দেওয়া হয়ে থাকা তার স্বাদ বাড়াতে। যে কোনও খাবারেই একটু ধনেপাতা ছড়িয়ে দিলেই সেই খাবারের স্বাদ বেড়ে যায় বহুগুণ। কিন্তু সমস্যা হল ধনেপাতাকে দীর্ঘদিন ভালো রাখা। বাজার থেকে আনার কয়েকদিনের মধ্যেই ধনেপাতা হয় শুকিয়ে যায় নইলে পচে যায়। এই সমস্যা থেকে কী করে মুক্তি মিলবে সেটা অনেকেই জানেন না। আসুন দেখে নেওয়া যাক কী করে দীর্ঘদিন ভালো রাখা যায়।

ধনেপাতা টাটকা রাখার সহজ উপায়:

ধনেপাতা বাজার থেকে আনার পর তাতে যদি পচা পাতা বা শিকড় থাকে তাহলে সেটা সরিয়ে দিন। এরপর একটা বাটিতে অল্প জল এবং অল্প হলুদ গুঁড়ো মিশিয়ে তাতে ধনেপাতা ডুবিয়ে রাখুন এক ঘণ্টা। এরপর সেগুলো তুলে নিয়ে ভালো করে শুকিয়ে নিন।

এরপর এমন একটা বাসন নিন যেটা এয়ার টাইট, সেটাকে পেপার টাওয়েল দিয়ে ঢেকে তার মধ্যে ধনেপাতা ঢুকিয়ে রাখুন। পাতার উপরেও পেপার টাওয়েল দিন। তারপর ঢাকনা আটকে ফ্রিজে রেখে দিন। এই উপায়ে অন্তত দুই থেকে তিন সপ্তাহ টাটকা থাকবে ধনেপাতা।

অথবা, প্রথমে ধনেপাতা ভালো করে ধুয়ে নিন, তারপর কয়েকটা করে পাতা নিয়ে একটা গোছা তৈরি করুন। সব ধনেপাতা একসঙ্গে নেবেন না। এবার এই গোছাগুলোর থেকে একটা গোছা নিয়ে সেটাকে পেপার টাওয়েলে রোল করুন। এই উপায়ে সব কটা গোছাকে মুড়িয়ে নিন পেপার টাওয়েলে। তারপর কোনও এয়ার টাইট পাত্র কিংবা জিপ লক ব্যাগে সেগুলোকে ভরে ফ্রিজে রেখে দিন। এই উপায়েও ধনেপাতা বহুদিন সতেজ থাকবে।

বন্ধ করুন