পরবর্তী খবর
বাংলা নিউজ > টুকিটাকি > Muharram 2024: আশুরা কথাটির অর্থ জানেন? মহরম নিয়ে এই কথাগুলি হয়তো অনেকেই জানেন না
ইসলামিক ক্যালেন্ডারের মোট বারো মাসের প্রথম মাস হল মহরম। ইসলাম ধর্মে মোট চার মাস যুদ্ধ করা নিষিদ্ধ রয়েছে। তার মধ্যে একটি মাস হল মহরম। এই মাসটির সঙ্গে জড়িয়ে রয়েছে কারবালার মর্মান্তিক যুদ্ধের ইতিহাসও। মহরম মাসের দশম দিনটিকে বলা হয় আশুরা।
আশুরার দিনটি ইসলাম ধর্ম সম্প্রদায়ের সকলেই বিশেষভাবে পালন করে থাকে। শিয়া মুসলিমরা এই দিনটি আনুষ্ঠানিকভাবে পালন করে থাকে। এই দিন তারা বিশেষ মিছিলের আয়োজন করে। একই সঙ্গে পালিত হয় শোক জ্ঞাপনের অনুষ্ঠান।
তবে এই ইতিহাস ছাড়াও মহরমের বেশ কয়েকটি অজানা দিক রয়েছে। মহরম সম্পর্কে অনেকেই হয়তো এগুলি জানেন না।
- মহরম শব্দটির অর্থ পবিত্র, সম্মানিত।
- মহরম মাসের দশম দিন আশুরা একটি দুঃখের দিন। এই দিনটি সারা বিশ্বের ইসলাম ধর্মাবলম্বীরা শোক জ্ঞাপনের মাধ্যমে পালন করে থাকে।
- এই দিন নবী মহম্মদের দৌহিত্র হুসেইন ইবনে আলী শাহাদত বরণ করেন। একটি অসম যুদ্ধে তিনি প্রাণ হারান।
- এই দিনটি শিয়া মুসলিম সংখ্যাগরিষ্ঠ এমন দেশে বেশি করে পালন করা হয়। এই দেশগুলির তালিকায় অগ্রগণ্য পাকিস্তান, আফগানিস্তান, ইরান, ইরাক, লেবানন বাহারিন।
- মহরমের এই দিনটি কারবালার যুদ্ধের আগে থেকেই পালন করা হত। তবে তখন উপলক্ষ্য ছিল অন্য একটি। ইসলাম ধর্মমতের বিশ্বাস অনুযায়ী, এই দিনই আল্লা প্রথম মানুষ আদমকে সৃষ্টি করেন।
- শুধু বিশ্ব সৃষ্টির ইতিহাস এর সঙ্গে জড়িয়ে নেই। এই দিনটির সঙ্গে জড়িয়ে রয়েছে বিশ্ব শেষদিনটিও। ইসলাম ধর্মমতের বিশ্বাস অনুযায়ী, এই দিনই পৃথিবী ধ্বংস হয়ে যাবে।
- মুসলিম সম্প্রদায় মহরমের দশম দিনে আল্লার কাছে হুসেইন ইবনে আলি ও তাঁর পরিবারের জন্য প্রার্থনা করেন। এই দিন তাঁরা বিভিন্ন আনন্দ অনুষ্ঠানের থেকে নিজেকে দূরে সরিয়ে রাখেন।
- আরবিতে আশুরা শব্দের অর্থ দশম। অর্থাৎ, যা মহরমের দশম দিনে পালন করা হয়।