1/13কেউ এখন তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বিরাট বড় নাম, কেউ বা গাড়ির জগতে বিরাট কোম্পানি। কিন্তু এদের প্রত্যেকের ব্যবসার গোড়ার দিকে সম্পূর্ণ অন্য কিছু বানানোই ছিল কাজ। জেনে নিন এমনই ১২টি কোম্পানির গোড়ার ব্যবসার কথা।
2/13সোনি: এটি এতটি ইলেকট্রিক রাইস কুকার। এটি দিয়েই ব্যবসা শুরু করে সোনি। বর্তমান প্রযুক্তি ক্ষেত্রে এই সোনিই বিরাট বড় কোম্পানি।
3/13লেগো: হালে শিশুদের খেলনা থেকে শুরু করে নানা ধরনের প্রোডাক্ট নির্মাতা লেগো তাদের ব্যবসা শুরু করেছিলেন কাঠের তৈরি হাস দিয়ে। তলায় থাকত চাকা।
4/13নিনতেনদো: ভিডিয়ো গেমের ক্ষেত্রে বিরাট বড় কোম্পানি এটি। যদিও এরা ব্যবসা শুরু করেছিল তাস দিয়ে। সে সময়ে নিনতেনদোর তাস বেশ জনপ্রিয় হয়।
5/13স্যামসাং: এখন তো ফোন এবং প্রযুক্তি সংক্রান্ত বহু জিনিসের জন্য বিখ্যাত এই কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৩৮ সালে। তখন ছিল মূলত ফল এবং মাছের ব্যবসা।
6/13লামবোরগিনি: রেসিং কার এবং বিলাসবহুল গাড়ির জন্য বিখ্যাত এই কোম্পানি শুরুতে মোটেই সে ধরনের গাড়ি বানাতো না। প্রথমে তারা বানাতো ট্র্যাকটর।
7/13আইকিয়া: কাঠের জিনিসপত্রের এবং আসবাবের জন্য বিখ্যাত আইকিয়া কোম্পানি একেবারে গোড়ার দিকে ব্যবসা শুরু করে পেনের।
8/13নাইকে: কোম্পানির গোড়ার দিকে এটির নাম ছিল ‘ব্লু রিবন স্পোর্টস’। তখন জাপান থেকে জুতো আমদানি করার কাজ করত এই কোম্পানি।
9/13কোলগেট: টুথপেস্টের জন্যই বিখ্যাত এই কোম্পানি। কিন্তু ব্যবসার গোড়ার দিকে অর্থাৎ ১৮০৬ সালে তারা সাবান এবং মোমবাতি বিক্রি করত।
10/13টয়োটা এটিও এখন গাড়ির ব্যবসার সঙ্গে যুক্ত। কিন্তু গোড়ার দিকে তাঁতের ব্যবসা করত এই কোম্পানি।
11/13টিফানি অ্যান্ড কোম্পানি: গয়নার জন্য বিখ্যাত এই কোম্পনি গোড়ার দিকে স্টেশনারি জিনিস বিক্রি করত।
12/13এলজি: কোলগেট গোড়ার দিকে টুথপেস্ট বিক্রি করত না। বরং টুথপেস্ট বিক্রি করত এলজি। হালের তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে নামজাদা এই কোম্পানির গোড়ার ব্যবসা ছিল কসমেটিকসের।
13/13নোকিয়া: তথ্যপ্রযুক্তি ক্ষেত্রেও আরও একটি নামজাদা কোম্পানি। এদের প্রথম দিকের ব্যবসার কথা শুনলে চমকেই যেতে হয়। টয়লেট পেপার দিয়ে ব্যবসা শুরু করে এরা।