অসুস্থ হলে আর হসপিটালের বেডের জন্য অপেক্ষা করতে হবে না। কখন কোন ডাক্তার থাকবেন, তা নিয়েও চিন্তা করতে হবে না। সিনিয়র সিটিজেনদের জন্য সেরা ব্যবস্থা নিয়ে হাজির হয়েছে সল্টলেকের এইচপি ঘোষ হসপিটাল। কলকাতার প্রথম ডাক্তার-স্টাফড ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস প্রদান করবে এই হসপিটাল।
হসপিটালটির ঠিকানা হল (HB36/A/2 সল্টলেক সিটি সেক্টর III বিধান নগর দক্ষিণ কলকাতা ১০৬)। ডাঃ হীরক ভট্টাচার্য এবং ডাঃ ত্রিনাঞ্জন সারেঙ্গী বিখ্যাত ক্রিটিকাল কেয়ার বিশেষজ্ঞ এবং এইচপি ঘোষ হাসপাতালে ম্যানেজিং ডিরেক্টর শ্রী অংশুমান ঘোষ, এবং এইচপি ঘোষ হাসপাতালের সিইও মিঃ সোমনাথ ভট্টাচার্য-এঁর তত্ত্বাবধানে এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
কীভাবে কাজ করবে এই ডাক্তার সহ অ্যাম্বুলেন্স পরিষেবা
সিনিয়র সিটিজেনরা অসুস্থ হলে এই অ্যাম্বুলেন্স পরিষেবায় কল করলে, নির্দিষ্ট সময়ের মধ্যে তাঁরা পৌঁছে যাবে গন্তব্যে। আর সেই অ্যাম্বুলেন্সে জরুরি ভিত্তিতর উপস্থিত থাকবেন ডাক্তার ও নার্সরা । যার দরুণ রোগীর চিকিৎসায় আর বিন্দুমাত্র বিলম্বের সম্ভাবনা থাকবে না। ১৯ জুন, বুধবার লঞ্চ করতে চলেছে এই বিশেষ অ্যাম্বুলেন্স পরিষেবা। হসপিটালের ৫ কিলোমিটার ব্যাসার্দ্ধের মধ্যে বসবাসকারী প্রত্যেক সিনিয়র সিটিজেন বিনামূল্যে এই পরিষেবা পাবেন।
ডা. তৃণাঞ্জন সারেঙ্গী জানিয়েছেন যে দমকলের মতোই জরুরী ভিত্তিতে এই অ্যাম্বুলেন্স সার্ভিস কাজ করবে। ঘটনাস্থলে পৌঁছেই চিকিৎসক রোগীর জীবনদায়ী প্রাথমিক চিকিৎসা শুরু করবেন। প্রয়োজনে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করবেন। এই পরিষেবা সপ্তাহে সাতদিনই চব্বিশ ঘণ্টা পাওয়া যাবে বলে নিশ্চিত করেছেন ডা. হীরক ভট্টাচার্যও।
আরও পড়ুন: (Robot helping old people: আয়া নয়, বৃদ্ধদের দেখভাল করছে রোবট! মনে করায় ওষুধের কথা, পড়তে পারে মনের অবস্থা)
বিনামূল্যে এই ডাক্তার সহ অ্যাম্বুলেন্স সার্ভিস দেওয়ার প্রসঙ্গে কথা বলতে গিয়ে হসপিটাল কর্তৃপক্ষ জানিয়েছে যে 'আমরা প্রবীণ নাগরিকদের জন্য নিবেদিত কলকাতার প্রথম ডাক্তার সহ অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করার ঘোষণা করতে পেরে গর্বিত।' হাসপাতালের সিইও শ্রী সোমনাথ ভট্টাচার্য্য জানিয়েছেন, এই প্রকল্প শুধু মানুষের জীবনদান করবে তা নয়। মানুষের কাছে আমাদের অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি রক্ষাতেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।