বাংলা নিউজ > টুকিটাকি > Covid-19 Effects on Brain: করোনাকালে অনেকের এই সমস্যাটি বেড়েই চলেছে, বলছেন চিকিৎসকরা

Covid-19 Effects on Brain: করোনাকালে অনেকের এই সমস্যাটি বেড়েই চলেছে, বলছেন চিকিৎসকরা

শরীরের মতো মনের উপরও প্রভাব ফেলছে করোনা। (ফাইল ছবি)

করোনার নানা প্রভাব পড়ছে শরীরে। তার সঙ্গে যুক্ত হচ্ছে এই সমস্যাটিও। বলছেন চিকিৎসক। 

কোভিড ঠিক কোন কোন ক্ষতি করে, তা এখনও পরিষ্কার নয় চিকিৎসক-বিজ্ঞানীদের কাছে। অনেকেই বলছেন, কোভিড যে যে ক্ষতি করে, তা সবগুলি সম্পর্কে আরও পরে জানা যাবে। কিন্তু এর মধ্যেই গত দু’বছরের গবেষণা বলছে, বেশ কিছু ক্ষতির কথা। কোভিডের ফলে শুধু শরীর নয়, খারাপ হচ্ছে মনও। এই ভাইরাসটির প্রভাব পড়ছে মস্তিষ্কে। আর সেটিই প্রভাব ফেলছে মনে। তার বাইরে কাজ করছে পরিস্থিতিগত আরও বেশ কয়েকটি বিষয়। 

সম্প্রতি হিন্দুস্তান টাইমস ডিজিটালকে দেওয়া এক সাক্ষাৎকারে মনোবিদ, বিজ্ঞানী, চিকিৎসক সমীর পারিখ জানিয়েছেন, পরিসংখ্যান থেকে টের পাওয়া যাচ্ছে, করোনাকালে বেড়ে গিয়েছে মানসিক চাপের পরিমাণ। এর পিছনে কাজ করছে নানা জিনিস। 

  • আইসোলেশন
  • সংক্রমণের ভয়
  • কাছের মানুষকে হারানোর ভয় বা ইতিমধ্যেই হারিয়ে ফেলা
  • চাকরি বা রোজগারের পরিমাণ কমে যাওয়া
  • ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা
  • স্বাভাবিক জীবনযাত্রায় বদল

 

করানোকাল মনে উপর কেমন প্রভাব ফেলেছে?

চিকিৎসক সমীর পাখিরা বলছেন, করোনাকালে মারাত্মকভাবে বেড়ে গিয়েছে মানসিক চাপ। পৃথিবীব্যাপী এই লক্ষণ দেখা যাচ্ছে। এমনিতেই অবসাদের সমস্যা পৃথিবীতে সবচেয়ে বড় সমস্যা। করোনার আগেও তা ছিল। পরেও তা আছে। কিন্তু করোনার কারণে কত বেশি পরিমাণে মানুষ অবসাদে আক্রান্ত হয়ছেন, তা এখনই বলা সম্ভব নয়। আরও বেশি তথ্য পেলে বলা যাবে।

তবে ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা, অর্থনৈতিক আশঙ্কা যে মানুষের মনের উপর প্রভাব ফেলেছে, তা বলছেন চিকিৎসকও। বলছেন, এ সব ক’টিই অবসাদের পরিমাণ বাড়িয়ে দিতে পারে। এবং এমন সমস্যা বাড়লে অভিজ্ঞ কারও বা মনোবিদের পরামর্শ নিতে হবে।

বন্ধ করুন