বাংলা নিউজ > টুকিটাকি > Diabetes among Dogs: কুকুরেরও হতে পারে ডায়াবিটিস, বদল আনুন পোষ্যের খাবারে

Diabetes among Dogs: কুকুরেরও হতে পারে ডায়াবিটিস, বদল আনুন পোষ্যের খাবারে

কুকুরেরও ডায়াবিটিস হতে পারে।

Diabetic Dog Remedies: মানুষের মতো কুকুরেরও ডায়াবিটিস হয়। সঠিক ডায়েট মেনে না চললে তৈরি হয় নানারকম জটিলতা। জেনে নিন এই বিষয়ে বিশেষজ্ঞের পরামর্শ।

মানুষের মতো কুকুরেরও মধুমেহ বা ডায়াবিটিস রোগ হতে পারে। কুকুরের ক্ষেত্রে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নানারকম শারীরীক জটিলতা দেখা দিতে থাকে। এর মধ্যে ডায়াবিটিস অন্যতম। ডায়াবিটিস হলে কুকুরের জীবনযাত্রায় কিছু পরিবর্তন আনার কথা বলেন পোষ্যের ডাক্তাররা। এই সময় জীবনযাত্রায় পরিবর্তনের পাশাপাশি ডায়েটে কিছু পরিবর্তন আনার পরামর্শ দেন চিকিৎসকেরা। এক্ষেত্রে শুধু নিয়মিত রক্তের শর্করা পরিমাণ পরীক্ষা করলেই চলে না। নজর রাখতে হয়, যাতে পোষ্য কুকুরটি যথেষ্ট পরিমাণে সক্রিয় থাকে। ডায়াবিটিক কুকুর স্বাভাবিকের তুলনায় বেশি তৃষ্ণার্ত বোধ করে। এছাড়া, তাদের চোখ ঘোলাটে হয়ে আসে, ঘন ঘন প্রস্রাব করতে থাকে এবং খিদের ধরনেও পরিবর্তন আসে। এই রোগে তাদের স্বাভাবিক রোগ প্রতিরোধক্ষমতা কমে যায়। এছাড়াও, ডায়াবিটিস হলে দেখা দিতে পারে এই রোগের সঙ্গে সম্পর্কিত নানা সমস্যা।এর মধ্যে থাকে লিভার বড় হয়ে যাওয়া, ক্যাটারাক্ট, ইউটিআই, কিডনি নষ্ট হয়ে যাওয়ার মতো সমস্যা। তাই ডায়াবিটিস নিয়ন্ত্রণে রাখতে ডাক্তারের সঙ্গে পরামর্শ করে পোষ্যের ডায়েট তৈরি করা উচিত।

কুকুরের খাবারে এই সময় বেশি পরিমাণে ফাইবার জাতীয় খাবার থাকা উচিত। পাশাপাশি পোষ্যটির ওজন নিয়ন্ত্রণে রাখাও জরুরি। এর জন্য তাকে রোজ ব্যায়াম করানো প্রয়োজন।

স্মল অ্যানিম্যাল ক্লিনিকের সার্জেন ডাক্তার নরেন্দ্র পারদেশির মতে, ডায়বেটিক কুকুরের কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলা দরকার। 

  • প্রথমেই তাদের ডায়েটে বেশি ফাইবার সমৃদ্ধ খাবার রাখা দরকার। ফাইবার বেশি সময়ের জন্য পেট ভরিয়ে রাখতে সাহায্য করে।
  • কম ফ্যাটের খাবার বেছে নেওয়া এই সময় জরুরি। এই ধরনের খাবার শরীরে কম ক্যালোরি সরবরাহ করে। ফলে ওজন নিয়ন্ত্রণে থাকে।
  • পোষ্য কুকুরটি যাতে বেশি পরিমাণে জল খায়, সেদিকেও নজর রাখা জরুরি।  জল কুকুরকে হাইড্রেটেড রাখে। পাশাপাশি এটি কোষ্ঠকাঠিন্য আটকাতেও সাহায্য করে।
  • ব্রকলি, গাজর, ফুলকপির মত উচ্চ ফাইবারসমৃদ্ধ ও কম ফ্যাটের খাবার পোষ্যকে দেওয়া যেতে পারে। এগুলোতে থাকা ভিটামিন ও খনিজ পদার্থ পোষ্যের শরীরে পুষ্টিও জোগায়। তবে, এই ধরনের খাবার দেওয়ার আগে পোষ্যের ডাক্তারের সঙ্গে কথা বলে নিতে হবে।
  • কোনও রকম প্রক্রিয়াজাত খাবার বা চটজলদি খাবার এই সময় পোষ্যেদের দেওয়া উচিত নয়।
  • পোষ্যে কুকুরকে সক্রিয় রাখতে নিয়মিত নানারকম খেলাধুলোর মধ্যে তাকে রাখা দরকার।
  • এছাড়াও, সঠিক সময়ে খাবার ও ডাক্তারের পরামর্শ মতো ইনসুলিন দেওয়া একান্ত জরুরি।

Diabetes, diabetic dog, dog treatment, vet, veteran issues ডায়াবিটিক কুকুর, ডায়াবিটিস, পোষ্য, পোষ্যের যত্ন, পোষ্যের চিকিৎসা

 

বন্ধ করুন