Dol 2023 child safety tips: দোলে খুদেদের বড্ড আনন্দ। এই দিন হই হই করে রং মাখে তারা। পাশাপাশি এই দিন ওদের খেয়াল রাখাও জরুরি।
1/6দোলের দিন ছোট্ট খুদেরা আনন্দে মাতবেই। এই দিন তাদের হইহুল্লোড় করার দিন। আবার রঙে রঙে ভূত সাজার দিনও। কিন্তু শরীরের যাতে কোনও ক্ষতি না হয়, সেদিকেও নজর রাখা জরুরি। কীভাবে খেয়াল রাখবেন সেদিকে ? মনে রাখুন কয়েকটি টিপস।
2/6প্রাকৃতিক রং: প্রাকৃতিক রং দিয়ে দোল খেললে আর ভয়ের চিন্তা নেই। চেষ্টা করুন এই দিন সব প্রাকৃতিক রং কিনে আনতে। এতে ওর ত্বকের কোনও ক্ষতি হবে না। অন্যদেরও বলুন সেই রং থেকেই ওকে রং মাখাতে।
3/6বেলুন নয়: বেলুনে রং জল ভরে অনেকেই দোল খেলতে ভালোবাসে। কিন্তু ছোট্ট খুদেদের এই বেলুন থেকে দূরে রাখুন। একবার গায়ে লাগলে বেশ ব্যথা হয়। ওকে এই দিন বেলুন না কিনে দেওয়াই ভালো।
4/6ঢাকা পোশাক: রং গায়ে লাগলে তার থেকে ত্বকের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। তাই এই দিন ভালো করে সুরক্ষিত রাখুন একরত্তিকে। ওকে ফুল হাতার জামা পরান। একইসঙ্গে ফুল প্যান্ট পরিয়ে দিন।
5/6গোগলস পরিয়ে দিন: চোখে যাতে রং না লাগে, খেয়াল রাখুন সেদিকে। চোখে রং গেলে চোখ নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। তাই ওকে গোগলস পরিয়ে দিন।
6/6খাবার দূরে রাখুন: খুদেরা একটু দুষ্টু হয়। তাই খাবার যেখানে রয়েছে সেখানে এসে খেলতে বারণ করুন। খাবারে কোনওভাবে রং মিশে গেলে তা থেকে বড় বিপদ হতে পারে।