Dol 2023 common mistakes: দোলের দিন একটু রঙ তো খেলবেই। কিন্তু অনেকেই কয়েকটি ভুল করেন। সেই ভুলগুলি এড়িয়ে চলাই ভালো।
1/5দোলের দিন একটু রঙ খেলা হবে না, তাও কি হয়! তবে এই দিন কিছু ভুলে অনেকরকম শারীরিক সমস্যা হতে পারে। তাই রঙ খেলার আগে কিছু বিষয়ে খেয়াল রাখা জরুরি।
2/5প্রাকৃতিক রঙ: প্রাকৃতিক রঙ দিয়ে দোল খেলুন। এতে ত্বকের কোনও সমস্যা হবে না। আবিরের কেমিক্যাল থেকে নাক কান ও গলার সমস্যাও হতে পারে।
3/5বেলুন ও প্লাস্টিক: বেলুন আর প্লাস্টিকে রঙগোলা জল ভরে ছুঁড়ে মারো! দোল এলে এমন খেলা হবেই। কিন্তু খেলার পর এই বেলুন ও প্লাস্টিক সঠিক স্থানে ফেলুন। নয়তো পরিবেশ দূষণ বাড়বে।
4/5জল বাঁচান: দোলের দিন রঙ ধুতে অনেক জল খরচ হয়। তাই জল বাঁচাতে কিছু টোটকা মেনে চলুন। বর্তমান সময়ে দাঁড়িয়ে জল নষ্ট করা মোটেই ঠিক নয়।
5/5ফুলের আবির: বাজারচলতি আবিরে অনেক রাসায়নিক মেশানো হয়। তার বদলে ফুল দিয়ে তৈরি আবির নিয়ে খেলায় মাতুন। এতে কোনও শরীর খারাপও হবে না। রঙও সহজে উঠবে।