Dol 2023 five vital tips: দোল খেলার সময় নজর রাখুন কয়েকটি বিষয়ে। নয়তো রং খেলার আনন্দই নষ্ট হতে পারে। জেনে নিন কয়েকটি সহজ টিপস।
1/6দোলে আবির খেলার সময় মজা করবেন না তাও কী হয়! কিন্তু কিছু বিষয়ে নিরাপদ থাকাই ভালো। আবির খেলতে গিয়ে কারও যেন ক্ষতি না হয়। তাই কয়েকটি টিপস মাথায় রাখুন সবসময়।
2/6চুলে ভালো করে তেল: চুলে অনেক সময় রং আটকে যায়। এতে চুলের ক্ষতি হওয়ার আশঙ্কা বেশি। তাই আবির খেলার আগে চুলে ভালো করে তেল দিন।
3/6মুখে হালকা ক্রিম মাখুন: দোলে তো শুধু আবির খেলা হয় না।আরও নানারকম রং মাখা হয়। তাই মুখ থেকে কিছুতেই যেন রং উঠতে চায় না। মুখে তেল মেখে নিলে আর চিন্তা নেই।
4/6চোখ বাঁচান: চোখ বাঁচাতে একটা গোগলস বা রোদ চশমা পরে নিন। এতে সোজাসুজি চোখে রং লাগবে না। চোখে রং লাগলে বড় ক্ষতি হতে পারে।
5/6ঢাকা জামাকাপড় পরুন: আবিরে এখন অনেক বেশি মাত্রায় রাসায়নিক থাকে। তা থেকে ত্বকের ক্ষতি হতে পারে। তাই আবির খেলার আগে ঢাকা জামকাপড় পরে নিন।
6/6ভেষজ রং ব্যবহার করুন: ভেষজ রং ব্যবহার করলে আর চিন্তা নেই। বাজারচলতি আবিরে অনেক বেশি রাসায়নিক থাকে। তাই ভেষজ আবির ব্যবহার করাই শরীরের জন্য ভালো।