বাংলা নিউজ > টুকিটাকি > Dol 2023 natural colors preparation: বাড়িতেও বানাতে পারেন দোলের রং! তাতে ক্ষতির বদলে ত্বকের উপকার হবে, কীভাবে জানেন

Dol 2023 natural colors preparation: বাড়িতেও বানাতে পারেন দোলের রং! তাতে ক্ষতির বদলে ত্বকের উপকার হবে, কীভাবে জানেন

কীভাবে বা়ড়ি বসে আবির তৈরি করবেন জেনে নিন।

Dol 2023 natural colors preparation: দোলের সময় বাজারচলতি আবিরে এখন রাসায়নিকের পরিমাণ অনেক বেশি। তাই অনেকে ঘরেও আবির তৈরি করার চেষ্টা করেন। কীভাবে বাড়ি বসে আবির তৈরি করবেন জেনে নিন।

দোলের সময় বাজারচলতি আবিরে এখন রাসায়নিকের পরিমাণ অনেক বেশি। তাই অনেকে ঘরেও আবির তৈরি করার চেষ্টা করেন। কীভাবে বা়ড়ি বসে আবির তৈরি করবেন জেনে নিন।

হলুদ: হলুদ রঙের জন্য আপনি ১:২ অনুপাতে বেসন এবং হলুদ মেশান। এরপর হাতের তালুর মধ্যে মিশ্রণটি ঘষতে হবে যাতে সেগুলি সমানভাবে মিশে যায়। তারপরে মিশ্রণটির সূক্ষ্ম ভাব পেতে দুই থেকে তিনবার ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে পারেন।

  • এছাড়াও, আরেকটি পদ্ধতিতে হলুদ রং তৈরি করা যেতে পারে। এর জন্য প্রথমে জলে গাঁদা সিদ্ধ করে নিন।
  • জলের মধ্যে হলুদ মিশিয়েও ভেজা হলুদ রং তৈরি করতে পারেন। এতে রঙটি জৈব হবে। যেভাবেই করুন না কেন, হলুদ রঙটি জৈব হলে আরও ভাল রং হবে।

লাল: হলুদের মধ্যে লেবুর রস মিশিয়ে নিন। লেবুর রস আম্লিক প্রকৃতির। এটি হলুদকে লাল করে তোলে। তারপরে মিশ্রণটি শুকানোর জন্য ভালো বায়ু চলাচল করে এমন ঘরে রাখতে পারেন। সূর্যের আলো নেই এমন ঘরে রাখুন। নয়তো মিশ্রণটি ব্লিচ হয়ে যাবে।

  • এছাড়াও, আরেকটি পদ্ধতিতে লাল রং তৈরি করা যেতে পারে। এর জন্য প্রথমে লাল জবা ফুলকে শুকিয়ে নিতে পারেন । যতক্ষণ না সেগুলি খাস্তা হয় ততক্ষণ শুকোতে হবে। তারপরে গুঁড়ো তৈরি করতে মিক্সারে পিষে নিন। রঙের পরিমাণ এবং গুণমান বাড়াতে সমান পরিমাণ চালের আটা এবং লাল জাফরান মিশিয়ে নিতে পারেন।
  • লাল গুঁড়ো রঙয়ের পাশাপাশি ভেজা রঙও তো লাগে। তাই লাল ভেজা রং পেতে ডালিমের খোসা জলে সেদ্ধ করতে পারেন। এতে বেশ গাঢ় রং তৈরি হবে।

ম্যাজেন্টা: বিটরুটের টুকরো কেটে জলে ফুটিয়ে নিতে পারেন। এছাড়া, এই রঙ তৈরি করতে লাল পেঁয়াজও ব্যবহার করতে পারেন। ব্যবহারের আগে জল ছেঁকে ঠান্ডা করে নিন।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup 

টুকিটাকি খবর

Latest News

কংগ্রেস থেকে মোদী শিবিরে গোবিন্দা, শিবসেনায় যোগ দিলেন অভিনেতা, লড়তে পারেন ভোটে এই শনি-রবিবার খোলা থাকছে বেশ কিছু ব্যাঙ্ক! দেখুন তালিকা দক্ষিণে আসন সমঝোতা নিয়ে জোর চেষ্টা করছে সিপিএম, কংগ্রেসের দাবি বাড়ছে 'কত কী সয়ে যেতে হয়...',ভালোবাসায় সিলমোহর! শোভনের বুকে মাথা রাখলেন সোহিনী কংগ্রেসে যোগদান করে INDIA জোটকে সমর্থন করলেন অজয় এডওয়ার্ড লাইমলাইট থেকে দূরে থাকেন, জানেন এখন কোথায় আছেন অক্ষয় খান্না, কী করেন তিনি শক্তিশালী সৈন্যরাই সবচেয়ে কঠিন পরীক্ষায় বসে- MI প্লেয়ারদের তাতালেন হার্দিক ‘বাড়ির থেকেও ভাল!’ দইয়ের পর এবার হুগলির ঘুগনির প্রশংসায় রচনা, খেলেন, খাওয়ালেনও ‘ভগবান আমায় একটা অন্য শরীর দিলে..', ক্যানসারের সাথে লড়াই,আক্ষেপ স্বাগতালক্ষ্মীর ফের খলনায়ক হচ্ছেন 'আব্রার'! যশরাজ স্পাইভার্সে আলিয়ার প্রতিপক্ষ ববি?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.