লাল টুপি, লাল জ্যাকেট পরে চমক দিলেন ডোনাল্ড ট্রাম্প। গলফ খেলার মাঠে খোশ মেজাজে নজর কাড়লেন নব-নির্বাচিত আমেরিকান প্রেসিডেন্ট। সেখানেই একটি বাচ্চা মেয়েকে দেখে তার সঙ্গে ট্রাম্পের খোশ গল্প নজর টানল সোশ্যাল মিডিয়ার। পোস্ট করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে গেল সে ভিডিয়ো।
আরও পড়ুন: (Uric Acid Remedies: ইউরিক অ্যাসিড কমে যাবে, এই নিয়মগুলি মেনে চলুন)
ভাইরাল ভিডিয়োতে কী দেখা গিয়েছে
দেখা গিয়েছে, মাথায় ‘মেক আমেরিকা গ্রেট এগেইন ক্যাপ’ পরে গলফ কার্ট চালাচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্প। এমন সময় তাঁর সামনে আসে একটি বাচ্চা মেয়ে। বলা বাহুল্য, কৃষ্ণাঙ্গ বা অ্যাফ্রো-আমেরিকান হওয়ায় তার চুলের ধরণ আমেরিকানদের তুলনায় সম্পূর্ণ আলাদা। আর এটাই ইউনিক লাগে প্রেসিডেন্টের। মেয়েটির উদ্দেশ্যেই বলে ওঠেন, 'ওহ, আমার এই মেয়েটিকে আমার দারুণ লেগেছে। তার চুল ভারী সুন্দর, আমি তার চুলটা চাই!
তারপরে তিনি নিজেই মেয়েটিকে জিজ্ঞাসা করেন যে তিনি তার চুল কিনতে পারবেন কিনা। ট্রাম্পের কথায়, আমি কি তোমার চুল কিনতে পারি? আমি এর জন্য লক্ষ লক্ষ টাকা দেব। আসলে এদিন মজার ছলেই এমনটা করেন ট্রাম্প।
এরপর বাচ্চা মেয়েটি সরল মনে ৭৮ বছর বয়সী ট্রাম্পকে বলে যে সে প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে ভোট দিয়েছে। মেয়েটির কথায় খুশি হয়ে যান তিনি। প্রত্যুত্তর দিতে গিয়ে ট্রাম্পও জানান, আমিও তোমাকে ভোট দিয়েছি। তারপরে মেয়েটির আরও প্রশংসা করে, কার্টে তাঁর সঙ্গে ছবি তোলার জন্যও ডাকেন ট্রাম্প। এমন সময় ভিড়ের মধ্যে কেউ একজন বাচ্চা মেয়েটির উদ্দেশ্যেই বলে ওঠেন, 'এটা আশ্চর্যজনক ব্যাপার! এবার তুমি বলতে পারবে যে তুমি রাষ্ট্রপতির সঙ্গে গলফ খেলেছ।'
ভাইরাল ভিডিয়োটি দেখুন এখানে
আরও পড়ুন: (Health Tips: টুথব্রাশ রাখার কিছু নিয়ম আছে, সেগুলি না জানলেই বাড়বে বিপদ! জেনে নিন এখনই)
ভাইরাল ভিডিয়ো দেখে কী বলছেন নেটিজেনরা
ভাইরাল ভিডিয়ো দেখার পর, ট্রাম্পের এমন মন্তব্য অস্বাভাবিক লেগেছে নেটিজেনদের। সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হওয়া ভিডিয়ো তুমুল বিতর্কের জন্ম দিয়েছে। কয়েকজন মানবিক দিক দেখানোর জন্য ট্রাম্পের প্রশংসা করেছেন, অন্যরা আবার এই মুহূর্তটিকে 'অদ্ভুত' বলে অভিহিত করেছেন। কেউ কেউ বলেছেন ট্রাম্পের মন্তব্য পুরোপুরি বর্ণবাদী। এ প্রসঙ্গে একজন ব্যক্তি বলেছেন, এটা ভারী অদভুত যে একজন প্রাপ্তবয়স্ক লোক চিৎকার করে বলছেন যে তিনি একটি অল্পবয়সী মেয়ের চুল কিনতে চান। মজা করলেও এটা অনুচিত। অন্য একজন মন্তব্য করেছেন, এ কারণেই মানুষ ট্রাম্পকে পছন্দ করে। তিনি আমাদের মতই সাধারণ।