এই পৃথিবীতে সব সম্পর্কই আপনি জন্মসূত্রে পান। কিন্তু এমন একটি সম্পর্ক রয়েছে যা আপনি নিজে তৈরি করেন, আর তা হল বন্ধু। বন্ধু এমন না একজন ব্যক্তি, যে ভালো সময়ে পাশে না থাকলেও কঠিন সময়ে তাকে আপনি পাশে পাবেনই। একজন আদর্শ বন্ধু সেই, যে আপনার সব কথায় সায় না দিয়ে আপনাকে সঠিক দিশা দেখাতে সাহায্য করে।
পিতা মাতা দিবসের মতোই প্রতিবছর আগস্ট মাসে পালন করা হয় বন্ধুত্ব দিবস। প্রতি বছর আগস্ট মাসের প্রথম রবিবার পালন করা হয় বন্ধু দিবস। যদিও রাষ্ট্রসংঘ ৩০ জুলাই দিনটিকে আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস হিসেবে ঘোষণা করে, কিন্তু ভারতে আগস্ট মাসের প্রথম রবিবার বন্ধুত্ব দিবস হিসেবে পালন করা হয়।
চলতি বছর ৪ আগস্ট বন্ধু দিবস পালন করা হবে। প্রতিবছরের মতোই আগস্ট মাসের প্রথম রবিবার এই দিনটি পালন করা হয় শুধুমাত্র বন্ধুদের উদ্দেশ্যে। আপনিও যদি আপনার বন্ধুকে মনের মত শুভেচ্ছা বার্তা পাঠাতে চান তাহলে এই প্রতিবেদনটি অবশ্যই দেখতে হবে আপনাকে।
(আরও পড়ুন: রোগী হাসপাতালে, চিকিৎসক চেম্বারে! মাঝে ৫০০০ কিমি, তাতেও রিমোটে হয়ে গেল অপারেশন, কোথায় যাচ্ছে দুনিয়া)
১) বন্ধু সেই হয় যে আপনাকে সবটুকু দিয়ে ভালোবাসে, তোমাকে জানাই শুভ বন্ধু দিবসের শুভেচ্ছা।
২) জীবনে বাবা-মায়ের পর যে মানুষটিকে সব থেকে বেশি দরকার, সে হলো বন্ধু। শুভ বন্ধু দিবস।
৩) নিঃস্বার্থভাবে যে মানুষটি আমাকে ভালবাসে, সে হলো আমার বন্ধু। এমনটাই থেকো সারা জীবন। শুভ বন্ধু দিবস।
৪) অভিমান করে যতই কথা বলা বন্ধ করি না কেন, দিনের শেষে তোর সঙ্গে কথা না বলে আমার দিন কাটেনা। শুভ বন্ধু দিবস।
৫) একজন ভালো জীবন সঙ্গী হতে গেলেও একজন ভালো বন্ধু হওয়া প্রয়োজন, এইভাবেই সারা জীবন আমার পাশে থাকিস। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে।
(আরও পড়ুন: কনডোম যৌন নিরাপত্তা দেয় ঠিকই, কিন্তু বাড়ায় ক্যানসারের আশঙ্কা! জানালেন গবেষকরা)
৬) সেই সমস্ত বন্ধুদের সেলাম, যারা বন্ধুর জন্য নিজের সবটুকু ছেড়ে দিয়েছে। শুভ বন্ধু দিবস
৭) ছোট থেকে বড় হয়ে গেলাম একসঙ্গে, তোর সঙ্গে হতে চাই বুড়ো। তোকে জানাই হ্যাপি ফ্রেন্ডশিপ ডে।
৮) প্রতি জন্মে যেন তোকেই আমার বন্ধু হিসেবে পাই, এমনটাই থাকিস সারা জীবন। অনেক অনেক ভালো থাকিস। তোকে জানাই শুভ বন্ধুত্ব দিবসের শুভেচ্ছা।