১। স্ত্রী: কী ব্যাপার, আয়নার সামনে অতক্ষণ ধরে দাঁড়িয়ে কী দেখছ?
ভুলোমনা স্বামী: এই ভদ্রলোককে খুব চেনা চেনা ঠেকছে, কিন্তু কোথায় দেখেছি কিছুতেই মনে করতে পারছি না।
(আরও পড়ুন: একটু হাসুন, হাসলে দিন ভালো কাটে! সকাল সকাল পড়ুন দিনের সেরা ৫ জোকস, থাকুন আনন্দে)
২। গণিতবিদ চ্যালেঞ্জ করলেন অর্থনীতিবিদকে। বললেন, ‘আমরাই সেরা।’
‘তাহলে পরীক্ষা হোক।’ জবাব দিলেন অর্থনীতিবিদ।
এরপর একদিন দুজন গণিতবিদ আর দুজন অর্থনীতিবিদ ট্রেনে চেপে বসলেন দূরে কোথাও যাওয়ার জন্য।
গণিতবিদ দুজন দুটি টিকিট কিনেছেন। কিন্তু দুই অর্থনীতিবিদ মিলে কিনেছেন একটি টিকিট।
‘এবার ব্যাটারা মজা টের পাবে,’ বললেন প্রথম গণিতবিদ।
‘উচিত শিক্ষা হবে,’ যোগ করলেন দ্বিতীয় গণিতবিদ।
যথাসময়ে যখন টিটি কামরায় ঢুকলেন অর্থনীতিবিদ দুজন দ্রুত গিয়ে টয়লেটে ঢুকলেন। টিটি গণিতবিদদের টিকিট পরীক্ষা করে দাগ দিয়ে দিল। তারপর টয়লেটের দরজায় গিয়ে টোকা দিল। দরজা এক-তৃতীয়াংশ ফাঁক করে ভেতর থেকে টিকিট বের করে দিলেন একজন অর্থনীতিবিদ। টিটি সেটাতেই দাগ দিয়ে চলে গেল।
বাকি সময়টা তাঁরা নির্বিঘ্নেই গন্তব্যে পৌঁছলেন।
পরের দিন ফেরার সময় দুই গণিতবিদ মিলে একটা টিকিট কিনলেন। কিন্তু অর্থনীতিবিদ দুজন কোনেও টিকিটই কিনলেন না। ফলে দুই গণিতবিদ আবারও উল্লসিত হলেন এই ভেবে যে এবার আর রক্ষা নেই।
যথাসময়ে টিটিকে কামরায় ঢুকতে দেখে গণিতবিদদ্বয় দ্রুত গিয়ে টয়লেটে ঢুকলেন।
একটু পরেই টয়লেটের দরজায় টোকা। এক গণিতবিদ ভেতর থেকে টিকিট বের করে দিলেন। কিন্তু সেটা আর তারা ফেরত পেলেন না।
পাবেনই বা কীভাবে?
অর্থনীতিবিদ দুজন ওই টিকিট নিয়ে আরেক টয়লেটে গিয়ে ঢুকেছিলেন যে!
(আরও পড়ুন: রবিবার মানে শুধু সানডে নয়, Fun Day’ও! পড়ে নিন দিনের সেরা ৫ জোকস, থাকুন মস্তিতে)
৩। শিক্ষক: গরু ঘাস খাচ্ছে এমন একটা ছবি আঁকো।
কিছুক্ষণ পর-
ছাত্র: স্যার আমার আঁকা শেষ।
শিক্ষক: (ধমক দিয়ে) আমি আঁকতে বলেছি গরু ঘাস খায় আর তুমি শুধু গরু এঁকেছ কেন?
ছাত্র: গরু সব ঘাস খেয়ে ফেলেছে স্যার।
(আরও পড়ুন: কাজের চাপ একটু ভুলে থাকুন, পড়ে নিন দিনের সেরা ৫ জোকস, থাকুন একদম মনের আনন্দে)
৪। ‘পর্বত অভিযাত্রী দলে যোগ দিন’—এমন বিজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে সাক্ষাৎকার দিতে এল এক নব্বই বছরের বৃদ্ধ।
নিয়োগ কর্তারা তো অবাক। বলল, ‘আপনি এই বয়সে পর্বতে উঠতে এসেছেন! আপনার মাথা ঠিক আছে তো?’
বৃদ্ধ আমতা আমতা করে জবাব দিলেন, ‘অভিযাত্রী হিসেবে না হয় নাই নিলেন, তাই বলে আপনাদের কি একজন গাইডেরও দরকার নেই?’
(আরও পড়ুন: বৃষ্টি হোক না-হোক, আজ বাঁধ ভাঙবেই হাসি! পড়ুন দিনের সেরা ৫ জোকস, মন থাকুক মজায়)
৫। মা বলছেন চার বছরের ছোট্ট মন্টুকে, ‘মন্টু সোনামণি, তোমার জন্য একটা সুখবর আছে!’
মন্টু: কী, মা?
মা: কদিন বাদেই তোমার একটা নতুন বন্ধু আসছে, তোমার সঙ্গে খেলাধুলা করার জন্য!
মন্টু: তাই! কিন্তু ও এখন কোথায়, মা?
মা: এই তো, তোমার মামণির পেটের ভেতর!
মন্টু: ও কি খুব দুষ্টু?
মা: না তো! ও খুব লক্ষ্মী।
মন্টু: তাহলে তুমি ওকে খেয়ে ফেলেছ কেন?