প্লাস্টিক, এমন একটি পদার্থ যার ব্যবহার পৃথিবীকে আরও বেশি দূষণের দিকে ঠেলে দেয়। যেহেতু প্লাস্টিক কয়েক হাজার বছর পরেও মাটির সঙ্গে মিশে যায় না, তাই স্বাভাবিকভাবেই প্লাস্টিক হয়ে দাঁড়ায় দূষণের অন্যতম কারণ। সারা বিশ্বে প্লাস্টিকের ব্যবহার কমানোর জন্য একাধিকবার একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে, কিন্তু তাও পৃথিবীতে প্লাস্টিকের ব্যবহার কোনও অংশেই কম হয়নি।
তবে জানেন কী,প্লাস্টিকের ব্যবহারে শুধুমাত্র পৃথিবী দূষিত হয় তা নয়, দূষিত হতে পারে মানুষের শরীরও? সম্প্রতি মাইক্রো প্লাস্টিক জার্নালে প্রকাশিত একটি গবেষণা থেকে জানা গেছে, প্লাস্টিকের বোতলে যদি তরল পদার্থ পান করেন আপনি, তাহলে আপনার শরীরে বেড়ে যেতে পারে উচ্চ রক্তচাপের আশঙ্কা।
(আরও পড়ুন: কঙ্গনার মুম্বইয়ের বাংলোর মূল্য এখন ৪০ কোটি, দেখে নিন চোখ ধাঁধানো সেই বাড়ির ছবি)
এই গবেষণাটি অস্ট্রেলিয়ার দানিউব প্রাইভেট ইউনিভার্সিটি মেডিসিন বিভাগ দ্বারা পরিচালিত হয়েছে। গবেষণাটি প্রকাশিত হয়েছে মাইক্রো প্লাস্টিক জার্নালে। গবেষক দল একদল মানুষের ওপর সমীক্ষা চালিয়ে বুঝেছেন, যে সমস্ত মানুষ প্লাস্টিকের জলে তরল পদার্থ পান করেন তাঁদের শরীরে উচ্চ রক্তচাপের ঝুঁকি বেড়ে যায়, কিন্তু যারা পান করেন না তাঁরা উল্লেখযোগ্য ভাবে অনেক বেশি সুস্থ থাকেন।
গবেষণায় যে ফলাফল প্রকাশিত হয়েছে, তার ফলে এটি প্রমাণিত প্লাস্টিকের জলে তরল পদার্থ পান করলে রক্তে প্লাস্টিকের কণার পরিমাণ মিশে যাওয়ার সম্ভাবনা থেকে যায়, ফলে প্লাস্টিকের বোতল অপরিহার্যভাবে ত্যাগ করাই উচিত। এই গবেষণার ফলাফল পরবর্তীকালে মানুষের মধ্যে প্লাস্টিকের ব্যবহার কমিয়ে দিতে পারে বলে আশাবাদী গবেষকরা।
(আরও পড়ুন: : দুঃস্বপ্নের ৭৯ বছর, কিন্তু তাও কেন পালন করা হয় হিরোশিমা দিবস)
প্রসঙ্গত, শুধুমাত্র প্লাস্টিকের বোতলে জল পান করা নয়, যে জল আপনি খাচ্ছেন সেই জল ভালো করে ফুটিয়ে পান করা উচিত। যদি সম্ভব হয়, বাড়িতে ফিল্টার লাগিয়ে নেওয়া উচিত। জল যত শুদ্ধ ভাবে আপনি ততই থাকবেন সুস্থ।