বাংলা নিউজ > টুকিটাকি > Drone and National Security: দেশের নিরাপত্তায় কতটা জরুরি ড্রোন প্রযুক্তি, সেমিনারের আলোচনায় বিশেষজ্ঞরা

Drone and National Security: দেশের নিরাপত্তায় কতটা জরুরি ড্রোন প্রযুক্তি, সেমিনারের আলোচনায় বিশেষজ্ঞরা

এই দিনের প্রদর্শনীতে বিভিন্ন ধরনের ড্রোন তুলে ধরা হয় দর্শকদের সামনে

দেশের নিরপাত্তা থেকে সরকারের বিভিন্ন কাজে কীভাবে জরুরি হয়ে উঠছে ড্রোন প্রযুক্তি? সে কথাই কলকাতার জাতীয় সেমিনারে উঠে এল। আলোচনায় যোগ দিলেন বিভিন্ন দফতরের বিশিষ্ট ব্যক্তিও।

ড্রোন ও ইউএভি (আনম্যানড এরিয়াল ভেহিকল) যন্ত্রের অভিনব প্রদর্শনী আয়োজিত হল কলকাতার বুকে। ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট-এর তরফ থেকে এই অভিনব প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। সারা ভারতে এমন একটি সেমিনারের পরিকল্পনা এই প্রথম, এমনটাই জানাচ্ছেন আয়োজকরা। ড্রোন ও ইউএভি নিয়ে আয়োজিত এই জাতীয় সেমিনারে শিক্ষক, পড়ুয়া, গবেষকদের পাশাপাশি উপস্থিত ছিলেন শিল্পক্ষেত্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা। এর পাশপাশি ড্রোন উৎপাদনকারী সংস্থা, ড্রোন চালাতে প্রশিক্ষণদাতা সংস্থার কর্তারাও যোগ দেন এই দিনের অনুষ্ঠানে।

আরও পড়ুন: বজবজের রক্তারক্তি ইতিহাস মনে রেখে কানাডায় রাস্তার নাম, কেন এই উদ্যোগ

আরও পড়ুন: একটি শব্দের মানে জানতেন বলেই বাজিমাত! বানানের লড়াইয়ে সেরা ভারতীয় বংশোদ্ভুত দেব

২ জুনের অনুষ্ঠানে অতিথির আসনে উপস্থিত ছিলেন ছত্রিশগড়ের প্রাক্তন রাজ্যপাল ও ভারতের প্রাক্তন প্রতিরক্ষা সেক্রেটারি আইএস শ্রীশেখর দত্ত। একইসঙ্গে এই দিন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত হেয়ার ভাইস মার্শাল এ কে ভট্টাচার্য, ভারতীয় মহাকাশ অ্যাসোসিয়েশনের ডাইরেক্টর উইন কমান্ডার সত্যম কুশওয়ালা ও আইআইটি ভুবনেশ্বর এর অধ্যাপক যোগেশ ভূমিকার। ২ জুনের এই সেমিনারে দর্শকদের উপস্থিতিতে ড্রোন প্রযুক্তির নানা ব্যবহার ও সমস্যার দিক নিয়ে আকর্ষণীয় আলোচনা চলে। এই বিশেষ প্রযুক্তির শিক্ষাগত ও শিল্পগত দিকের মধ্যে সমন্বয় সাধনের বিভিন্ন দিক উঠে আসে আলোচনায়।

একইসঙ্গে এই দিনের প্রদর্শনীতে বিভিন্ন ধরনের ড্রোন তুলে ধরা হয় দর্শকদের সামনে। এর মধ্যে একদিকে ছিল আন্ডারওয়াটার ড্রোন। জলের নিচে বিভিন্ন দরকারে এই ড্রোন কাজে লাগানো যায়। অন্যদিকে ছিল এগ্রিকালচারাল ড্রোন যা কৃষি ক্ষেত্রে ভারী কাজের জন্য ব্যবহার করা সুবিধাজনক। পাশাপাশি হিউম্যান ড্রোনও ছিল ২ জুনের প্রদর্শনীতে। এই বিশেষ ড্রোন ভারী জিনিস বহনের কাজে সাহায্য করে। আয়োজকদের কথায়, এই দিনের অনুষ্ঠান আয়োজনে অ্যারোনটিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া ও খড়গপুর আইআইটির প্রাক্তনীরা হাত লাগান। পুলিশি দফতর থেকে নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি সরকারের বিভিন্ন কাজে  কীভাবে ড্রোন প্রযুক্তির ব্যবহার বাড়ানো যায়, তাই ছিল এই সেমিনারের আলোচনার কেন্দ্রবিন্দু। 

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup 

বন্ধ করুন