Korean Beauty Secret: কোরিয়ানদের মতো ‘গ্লাস স্কিন... more
Korean Beauty Secret: কোরিয়ানদের মতো ‘গ্লাস স্কিন’ পেতে চাইলে নিয়ম করে কয়েকটি অভ্যাস করে যেতে হবে। তারমধ্যে অন্যতম হল ডিওয়াই ফেসপ্যাক। আরও পড়ুন-নাচে,গানে উৎসবে হরিতালিকা তিজ পালনে মাতলেন মহিলারা! উত্তরবঙ্গের কিছু দৃশ্য
1/6পুজো আসতে মাত্র আর হাতে গোনা কয়েক সপ্তাহ। তার আগে রূপচর্চায় মন দিতে শুরু করেছেন অনেকেই। তবে জেল্লাদার ও দাগ ছোপহীন ত্বক চাইলে কিন্তু মেনে চলতে হবে কোরিয়ান বিউটি টিপস। বাজারে ইতিমধ্যেই হিট এই কোরিয়ান বিউটি সিক্রেট। জেনে নেওয়া যাক কোন বিশেষ উপায়ে কোরিয়ান মেয়েরা রূপ যৌবন ধরে রাখেন।
2/6ফেসপ্যাক- কোরিয়ানদের মতো ‘পোর্সিলিন স্কিন’ পেতে চাইলে নিয়ম করে কয়েকটি অভ্যাস করে যেতে হবে। তারমধ্যে অন্যতম হল ডিওয়াই ফেসপ্যাক। কোরিয়ানরা বাড়িতে বানানো নানান ফ্যাসপ্যাক ব্যবহার করেন। শুষ্ক ত্বকের জন্য মধু ও পেঁপের ফ্যাসপ্যাক, জেল্লা পেতে কলার ফেসপ্যাক, যাঁদের ত্বক তৈলাক্ত তাঁদের জন্য অ্যালোভেরার ফেসপ্যাক। এছাড়াও প্রয়োজন ময়শ্চরাইজারের সঠিক ব্যবহার।
3/6ফেসওয়াশের আগে কী করণীয়- ফেস ওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করার আগে ফেস অয়েল ব্যবহার করে মুখ পরিষ্কার করুন। মনে রাখবেন ফোম ভিত্তিক ফেসওয়াশ জরুরি। এতে ত্বকে জমে থাকা ধুলো, নোংরা জলদি সাফ হয়ে যায়।
4/6স্ক্রাবিং টিপস- বাজারে একাধিক কোরিয়ান ব্র্যান্ডের স্ক্রাবার পাওয়া যায়। প্রয়োজনে বাড়িতে কফি, তিনি, ব্রাউন সুগার দিয়ে তৈরি স্ক্রাবার আপনিও বাড়িতে বানাতে পারেন। তবে ফেস ওয়াশের পর ত্বককে এক্সফলিয়েট করুন। এতে ত্বক নিদাগ থাকবে।
5/6কোরিয়ান টোনার- ত্বকের যত্নে টোনারের গুরুত্বই আলাদা কোরিয়ান বিউটি টিপসে। টোনার ব্যবহারের আগে ত্বকে হালকা চাপড় দরকার! তাবলে গালে 'থাবড়া' কষিয়ে দেবেন না! তারপর ত্বক অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে কতটা টোনার প্রয়োজন। গালের নিচ থেকে উপরের দিকে টোনার লাগিয়ে নিতে হবে।
6/6কোরিয়ানদের রূপ যৌবনের রহস্যের অন্যতম দিক হল কোরিয়ান সিরাম। ত্বকের দাগছোপ, কালোভাব, ও ভাঁজ কাটাতে সাহায্য করে। হাতে খানিকটা সিরাম নিয়ে তা হালকাভাবে মুখে লাগাতে হবে। বাজারে পাওয়া যাচ্ছে বিভিন্ন কোরিয়ান ব্র্যান্ডের সিরাম। তার থেকেই বেছে নিন পছন্দেরটি। ফাইল ছবি: এপি