বাংলা নিউজ > টুকিটাকি > How to make chocolate barfi- পুজোতে বানান চকোলেট বরফি
পরবর্তী খবর

How to make chocolate barfi- পুজোতে বানান চকোলেট বরফি

চকলেট বরফি

Chocolate Barfi: পুজোর সময় ঠাকুরকে বাড়িতে বানানো মিষ্টি ভোগে দিতে চান? বা বাড়িতে এমনই মিষ্টি বানাতে চান? তাহলে ঝটপট বানিয়ে ফেলুন চকলেট বরফি। দেখুন রেসিপি।

বাঙালির শ্রেষ্ট উৎসব এসেই গেল প্রায়। আর মাত্র হাতে গোনা কয়েকটি দিন। আর এই সময় বাঙালি মিষ্টি খাবে না হয় নাকি! উৎসব হোক বা এমনই শেষ পাতে মিষ্টি হলে ব্যাপারটা জাস্ট জমে যায়! অনেকেই আবার এই সময় বাড়ির বানানো মিষ্টি দেবী দুর্গাকে নিবেদন করে থাকেন। ফলে দেবী দুর্গা হোক বা ঘরের লোক সকলকেই এবার ফিউশন মিষ্টি বানিয়ে চমকে দিন তো!

দেখুন, সবাই জানেন বাড়িতে মিষ্টি বানাতে বেশ অনেকটা সময় লাগে। পুজোর সময় সারাদিন টইটই করার পর বা পুজোর কাজ সারার পর আর মিষ্টি বানানোর মতো ধৈর্য অনেক সময়ই থাকে না। তখন ঝটপট এবং সহজেই বানিয়ে ফেলুন এই ফিউশন মিষ্টি। কম খাটনিতে দারুন ফল পাবেন। তাহলে দেখে নিন বাঙালির পছন্দের পদ, মিষ্টি তাও ফিউশন মিষ্টি বানানোর সহজ উপায়।

চকলেট বরফি বানান এবার পুজোয়। কীভাবে বানাবেন দেখুন।

চকলেট বরফি:

উপকরণ: খোয়া ক্ষীর ৫০০ গ্রাম, চিনি, ছোট এলাচ গুঁড়ো এক চামচ, ভ্যানিলা এসেন্স ৪ থেকে ৫ ফোঁটা, কোকো পাউডার দুই টেবিল চামচ।

পদ্ধতি: একটি নন স্টিক কড়াই লাগবে এই পদ রান্না করার জন্য। এবার এই কড়াইটিকে গ্যাসে বসিয়ে আঁচ একদম কম করে খোয়া ক্ষীর দিয়ে দিন। যখন ধীরে ধীরে খোয়া ক্ষীর গলতে শুরু করবে নাড়তে শুরু করুন। সমানে নাড়তে থাকবেন। এরপর এটিকে নাড়তে নাড়তেই তাতে দিয়ে দিন স্বাদ মতো চিনি, ছোট এলাচের গুঁড়ো, ভ্যানিলা এসেন্স। আপনি যদি ভ্যানিলা এসেন্স না দিতে চান, দেবেন না। পরিবর্তে গোলাপ জল দিতে পারেন। এরপর তখন নাড়তে থাকুন যতক্ষণ না চিনি পুরোপুরি গলে যাচ্ছে। ক্রিমের মতো ঘনও হয়ে যায় যেন, সেইদিকে খেয়াল রাখুন।

মিনিট পাঁচেক পর যখন এটি একটি মসৃণ, থকথকে মণ্ডের আকার নেবে তখন গ্যাস নিভিয়ে দিন। এবার এই তৈরি হওয়া মণ্ডটিকে দুই ভাগে ভাঙুন। একটি থালায় ঘি বা মাখন মাখিয়ে নিন। প্রথম ভাগটিকে নিয়ে সেই ঘি লাগানো থালায় রেখে তার সঙ্গে কোকো পাউডার মিশিয়ে ভালো করে মেখে নিন। আরেকটি যে মণ্ডের ভাগ আছে ওটাকে এমনই হাত দিয়ে চটকে ভালো করে মেখে নিন। তারপর নিচে দিন প্লেন মণ্ড, উপরে দিন কোকো পাউডার মেশানো মণ্ডর ভাগ। এবার দিয়ে দিন পছন্দ মতো আকার। তারপর এটিকে মিনিট কুড়ি থেকে ত্রিশ ফ্রিজে রেখে দিন। তারপর বের করে পরিবেশন করলেই হবে চকলেট বরফি।

Haryana and JNK Election Haryana and JNK Election

Latest News

অন্য ভূমিকায় মহম্মদ সিরাজ! এবার থেকে সামলাবেন তেলেঙ্গানা পুলিশের এই বড় দায়িত্ব হায়দরাবাদে প্রবল বৃষ্টি, খেলা কি হবে? ম্যাচের দিন আবহাওয়া কেমন থাকবে? ব্রালেটের সঙ্গে লাল শাড়িতে অনন্যা আলিয়া! কার হাত ধরে এলেন কাজলদের পুজোয়? 'IPL নিলামে কত দর উঠবে আমার?', পন্তের প্রশ্নে নেটপাড়া বলল 'মদ খেয়ে টুইট করো না' শনিতে বৃষ্টি ১৪ জেলায়! ভারী বর্ষণেও ভাসবে বাংলা? লক্ষ্মীপুজোয় একই অবস্থা হবে কি? শততম বর্ষে কুমারী পুজো জয়রামবাটিতে, দেবী দুর্গার আরাধনা মা সারদার জন্মভিটেয় বার্লিনেই ‘বাড়ির পুজো’! যাবতীয় রীতি মেনে হচ্ছে দেবী দুর্গার আরাধনা, থিম ‘শক্তি’ নবমীতে আরজি করের মৃতা চিকিৎসকের বাড়িতে দেবলীনা-উষসীরা,বললেন- ‘সাহস আনতে যাচ্ছি’ মাঝ আকাশে আতঙ্ক,শারজাগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান নিরাপদে নামল ত্রিচিতে কেন্দ্রের কাছে ১৫ টি জাতিকে OBC তালিকাভুক্ত করার সুপারিশ মহারাষ্ট্র সরকারের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.