দুর্গা পুজোর কিছুদিন আগে থেকেই শুরু হয়ে যায় বাড়ি পরিষ্কারের অভিযান। তবে মোটামুটি সমস্ত বাড়ি পরিষ্কার হয়ে গেলেও রান্নাঘর পরিষ্কার করতে গেলে রীতিমতো হিমশিম খেয়ে যেতে হয়। তেলচিটে দাগ, নোংরা এই সমস্ত পরিষ্কার করার পাশাপাশি রান্নাঘরের সিঙ্কের তলা পরিষ্কারও করতে হয় ভালো করে। আজকে এই প্রতিবেদনে আপনাদের জানানো হবে কোন ৫টি জিনিস আপনাকে সবার আগে রান্নাঘরের সিঙ্কের তলা থেকে সরিয়ে ফেলতে হবে।
খাবার: অনেকেই বাজার করে এনে প্যাকেট ভর্তি খাবার রেখে দেন রান্নাঘরের সিঙ্কের নীচে। কিন্তু এটি করা একেবারেই ভালো নয়। যেহেতু সিঙ্কের তলা আর্দ্র তাই খাবার নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে ভীষণভাবে। তাই খাবার সব সময় টেবিলে বা রেফ্রিজারেটরে রাখাই উচিত।
(আরও পড়ুন: পুজোয় ফের ডেঙ্গির আশঙ্কা, প্যান্ডেল হপিংয়ের মাঝেও নিজেকে সুস্থ রাখুন এভাবে)
জলের খালি বোতল: অনেকে জল খাওয়ার পর খালি বোতল সিঙ্কের তলায় রেখে দেন পরে ভর্তি করবেন বলে, কিন্তু এটি একেবারেই অনুচিত। সিঙ্কের তলা যেহেতু নোংরা থাকে, তাই সেখানে ফিনাইল বা বাথরুম পরিষ্কারের স্প্রে বোতল রাখা গেলেও জলের খালি বোতল রাখা একেবারেই উচিত নয়।
পুরনো সরঞ্জাম: অনেকে বাড়ি পরিষ্কার করার সময় তাড়াহুড়োয় সমস্ত পুরনো জিনিস সিঙ্কের তলায় রেখে দেন। পুরনো ন্যাকড়া, ব্রাশ এই সমস্ত সিঙ্কের তলায় না রেখে একেবারে বাড়ির বাইরে ফেলে দিন। পুরনো জিনিস ব্যবহারযোগ্য না থাকলে সেগুলি একদম ফেলে দিয়ে নতুন জিনিস ব্যবহার করুন, কিন্তু সিঙ্কের তলায় রাখবেন না।
(আরও পড়ুন: মাকে আলো হাতে পথ দেখান মুসলিম বাসিন্দারা, চাঁচলের এই পুজোর নেপথ্যে দীর্ঘ ইতিহাস)
রান্না ঘরের তোয়ালে: রান্না ঘরের তোয়ালে রাখার একটি আলাদা নির্দিষ্ট জায়গা নির্ধারণ করুন। বিভিন্ন কাজে এই তোয়ালে ব্যবহার করেন গৃহিণীরা, তাই সিঙ্কের তলায় এগুলি রাখলে এগুলি ভীষণভাবে নোংরা হয়ে যায় আর নতুন করে ব্যবহার করা যায় না। তাই তোয়ালে সব সময় দেওয়ালে ঝুলিয়ে রাখুন।
ফুলদানি: জানলে অবাক হয়ে যাবেন, অনেকে আছেন যারা ফুলদানি সিঙ্কের তলায় রাখেন। দেখতে হয়তো এগুলিকে সুন্দর লাগে কিন্তু কাজকর্মের সময়ে হাত বা পা লেগে ফুলদানি ভেঙে যেতে পারে। তাই ফুলদানি রাখার সঠিক জায়গা কিন্তু সিঙ্কের তলা নয়।